Logo
Logo
×

আন্তর্জাতিক

চোখে অশ্রু মুখে হাসি নিয়ে ঘরে ফিরছেন গাজাবাসী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ০১:১৯ পিএম

চোখে অশ্রু মুখে হাসি নিয়ে ঘরে ফিরছেন গাজাবাসী

সংগৃহীত ছবি

‘আজ আমরা আঘাত ও শোক নিয়ে নিজ এলাকায় ফিরছি, তবুও যে আমরা ফিরতে পারছি সে জন্য মহান আল্লাহকে অশেষ ধন্যবাদ’।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার দক্ষিণ খান ইউনিসে বার্তা সংস্থা এএফপিকে এসব কথা বলেন ৩২ বছর বয়সি আমীর আবু ইয়াদে। 

শুক্রবার (১০ অক্টোবর) বাংলাদেশের স্থানীয় সময় দুপুরের পর গাজায় যুদ্ধবিরতি কার্যকর করে ইসরাইল ও ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। এরপরই লাখ লাখ ফিলিস্তিনি তাদের নিজ আবাসভূমি উত্তর গাজায় ফিরতে শুরু করেছে। 


ঘরে ফেরা বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের মধ্যে একজন ৩৯ বছর বয়সি মোহাম্মদ মরতাজা। বলেন, ‘প্রার্থনা করি গাজায় ফিরে যেন আমার বাড়ি যেন অক্ষত দেখতে পাই।’

তিনি বলেন, ‘আমরা আশা করি যুদ্ধ চিরতরে শেষ হবে, যাতে আর কখনও আমাদের পালাতে না হয়।’

গাজা যুদ্ধের শুরুতেই গৃহহারা হন ৫৩ বছর বয়সি আরিজ আবু সাদাহে। অবশেষে নিজ বাড়িতে ফিরছেন তিনি। 

তিনি বলেন, ‘আমি শান্তি ও যুদ্ধবিরতির জন্য খুশি।  যদিও আমি এমন একজন মা যার এক ছেলে ও এক মেয়ে মারা গেছে,তাদের জন্য আমি গভীরভাবে শোকাহত। তবুও, যুদ্ধবিরতি কিছু আনন্দও নিয়ে এসেছে: আমাদের বাড়িতে ফেরার আনন্দ।’


প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় টানা নৃশংস হামলা চালায় ইসরাইল। এর মধ্যে মাত্র দুই মাসের কিছুটা বেশি সময় যুদ্ধবিরতি ছিল। বাকি সময়ে উপত্যকাটিতে নির্বিচার হামলা চালিয়ে ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার বাহিনী। আহত হয়েছে প্রায় ১ লাখ ৭০ হাজার মানুষ।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় দুপুরে (বাংলাদেশ সময় শুক্রবার বিকাল ৩টা) যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। এর রূপরেখা অনুযায়ী ইসরাইলি সেনারা এখন বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে বলে জানানো হয়েছে।


চুক্তি অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে গাজায় আটক ইসরাইলি জিম্মিদের মুক্তি দেওয়া হবে; বিনিময়ে ইসরাইলে বন্দি শত শত ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে।

তথ্যসূত্র: আল জাজিরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম