গাজায় যুদ্ধবিরতির মধ্যে লেবাননে ইসরাইলের বিমান হামলা, হতাহত ৮
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ০২:৪৬ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির মধ্যেই লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে ইসরাইল। দেশটির সিদন জেলার আল-নাজারিয়াহ গ্রামে চালানো এ হামলায় একজন নিহত এবং সাতজন আহত হয়েছেন।
টিভি আল-মানার স্যাটেলাইট চ্যানেলের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের হামলায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, হামলার ফলে অল্প সময়ের জন্য বৈরুতের সঙ্গে দক্ষিণ লেবাননের কিছু অংশকে সংযুক্তকারী মহাসড়কটি বন্ধ হয়ে যায়।।
হিজবুল্লাহর আল-মানার টিভির প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সময় ঘটনাস্থলের পাশ দিয়ে একটি সবজি ভর্তি গাড়ি যাচ্ছিল। এটি আঘাত পেয়ে একজন নিহত এবং আরেকজন আহত হন।
পরে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নিহত ব্যক্তি একজন সিরীয় নাগরিক, আর আহতদের মধ্যে রয়েছেন একজন সিরীয় এবং ছয়জন লেবানিজ।
গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় ১৪ মাসব্যাপী ইসরাইল ও হিজবুল্লাহর যুদ্ধ শেষ হয়। তবে এই যুদ্ধবিরতি শুধু নামেই, কারণ ইসরাইল প্রতিদিনই লেবাননে
বিমান হামলা চালাচ্ছে, যাতে এখন পর্যন্ত ডজনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।
ইসরাইলের অভিযোগ, যুদ্ধ চলাকালে ব্যাপক ক্ষতির শিকার হওয়ার পর হিজবুল্লাহ তাদের সামরিক সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছে।

