Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরাইলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দিরা কখন মুক্তি পাবেন?

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১০:১৭ এএম

ইসরাইলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দিরা কখন মুক্তি পাবেন?

সংগৃহীত ছবি

গাজায় যুদ্ধবিরতির চুক্তির শর্ত অনুযায়ী আজ সোমবারের (১৩ অক্টোবর) মধ্যে ইসরাইলি জিম্মিদের মুক্তি দেবে হামাস।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তির আওতায়, গ্রিনিচ মান সময় (জিএমটি) ৯টার মধ্যে ইসরাইলি জিম্মিদের মুক্তি দিতে হবে।

ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপি জানিয়েছেন, জীবিত ২০ জিম্মিকে স্থানীয় সময় ভোরে গাজায় রেড ক্রসের কাছে হস্তান্তর করার আশা করছে ইসরাইল।

ইসরাইলের ওয়াইনেট নিউজ জানিয়েছে, সামরিক কর্মকর্তারা আশা করছেন স্থানীয় সময় সকাল ৮টা থেকে ১০টার মধ্যে (জিএমটির ভোর ৫টা ৭টা) দক্ষিণ, মধ্য এবং উত্তর গাজার তিনটি পয়েন্টের যেকোনো একটিতে হস্তান্তর অনুষ্ঠান হতে পারে।

আরও পড়ুন
গাজা যুদ্ধ শেষ: ট্রাম্প

প্রতিবেদনে বলা হয়, জিম্মির পরিবারগুলোকে স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে দক্ষিণ ইসরাইলের রেইম ঘাঁটিতে থাকতে বলা হয়েছে। জিম্মিদের মুক্তির পর শুরুতে স্বাস্থ্য পরীক্ষার জন্য চিকিৎসা কেন্দ্রে নেওয়া হবে।

নেতানিয়াহুর মুখপাত্রের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, মুক্তি পাওয়ার পর সব জিম্মি সীমান্ত পেরিয়ে ইসরাইলে প্রবেশ করলে প্রায় ২ হাজার ফিলিস্তিনি বন্দিদের মুক্তির প্রক্রিয়া শুরু হবে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের অভিযানের পর গোষ্ঠীটির হাতে কয়েক ডজন ইসরাইলি জিম্মির মরদেহ রয়েছে। ওয়াইনেট জানিয়েছে, সব জিম্মির মরদেহ ইসরাইলে হস্তান্তর করতে কয়েকদিন পর্যন্ত সময় লাগতে পারে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম