Logo
Logo
×

আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় স্বর্ণখনি ধসে নিহত ১৪

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১০:৪১ এএম

ভেনেজুয়েলায় স্বর্ণখনি ধসে নিহত ১৪

ফাইল ছবি

দক্ষিণ ভেনেজুয়েলার এল কালাও পৌরসভায় ভারি বৃষ্টিপাতের পর একটি স্বর্ণখনি ধসের ঘটনা ঘটেছে।  এতে  কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন।  খবর রয়টার্সের। 

সোমবার (১৩ অক্টোবর) দেশটির জরুরি বিভাগের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

ন্যাশনাল রিস্ক সিস্টেমের দলগুলো জানিয়েছে, উদ্ধারকাজ চলছে এবং তিনটি আলাদা শ্যাফট (খনির গহ্বর) থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।


জরুরি বিভাগের কর্মকর্তারা সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেন, ‘কাজের প্রথম ধাপ হলো ওই এলাকার সব শ্যাফট থেকে পানি পাম্প করে বের করে পানির স্তর কমানো, এরপর উদ্ধার অভিযান পর্যবেক্ষণ করা হবে।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম