খনিধস
খনিধস একটি ভয়াবহ প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ, যা সাধারণত খনির ভেতরের স্থাপত্যগত দুর্বলতা, অতিরিক্ত খনন অথবা ভূগর্ভস্থ চাপের কারণে ঘটে থাকে। এটি শুধু খনি শ্রমিকদের জীবনের জন্য নয়, বরং স্থানীয় পরিবেশ ও অর্থনীতির জন্যও এক মারাত্মক হুমকি। বাংলাদেশ, ভারত, চীন, আফ্রিকা কিংবা লাতিন আমেরিকায় প্রায়ই খনিধসের ঘটনা ঘটে থাকে, যেখানে নিরাপত্তা ব্যবস্থা দুর্বল বা নজরদারি কম।
