Logo
Logo
×

আন্তর্জাতিক

বীমার টাকা নিতে পুড়িয়ে দিলেন গাড়ি, ধরা খেলেন সিসিটিভিতে

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ১১:৫৭ এএম

বীমার টাকা নিতে পুড়িয়ে দিলেন গাড়ি, ধরা খেলেন সিসিটিভিতে

ছবি: সংগৃহীত

বীমার টাকা হাতিয়ে নিতে নিজের বিলাসবহুল গাড়ি পুড়িয়ে দিয়েছেন এক ব্রাজিলিয়ান ব্যক্তি। কিন্তু পুরো ঘটনাটিই ধরা পড়ে যায় ক্যামেরায়।

স্থানীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, ওই ব্যক্তি সিভিল পুলিশকে জানান, কিছু সশস্ত্র ব্যক্তি তাকে জোরপূর্বক থামিয়ে তার পোরশে ৯১১ ক্যারেরার বুটে তালাবদ্ধ করে রাখে। পরে তাকে একটি প্রত্যন্ত এলাকায় নিয়ে গাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

তিনি দাবি করেন, পথচারীরা তার চিৎকার শুনে এগিয়ে এসে তাকে জ্বলন্ত গাড়ি থেকে উদ্ধার করে এবং এতে তিনি সামান্য দগ্ধ হন। পুলিশের কাছে তিনি আরও জানান, হামলাকারীদের তিনি চেনেন না এবং তাদের উদ্দেশ্য সম্পর্কেও তিনি কিছু জানেন না। 

তবে পুলিশের তদন্তে বেরিয়ে আসে সম্পূর্ণ ভিন্ন চিত্র। কাছের একটি খামারের নিরাপত্তা ক্যামেরায় দেখা যায়, আসলে তিনিই নিজের গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন।

এমনকি প্রমাণ দেখানোর পরও তিনি নিজের বয়ানেই অটল থাকেন এবং দাবি করেন, শরীরে থাকা পোড়া দাগই তার নির্দোষতার প্রমাণ।

প্রতিবেদনে বলা হয়, গাড়িটির ওপর এখনো মোটরযান সম্পত্তি কর বকেয়া ছিল, যদিও পরিমাণ প্রকাশ করা হয়নি। প্রায় ১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার মূল্যের গাড়িটি বিক্রি করা কর বকেয়া থাকার কারণে কঠিন হয়ে পড়েছিল। ধারণা করা হচ্ছে, এ কারণেই তিনি আগুন লাগিয়ে বীমার টাকা তোলার পরিকল্পনা করেন। 

সবচেয়ে মজার ব্যাপার হলো, যে প্রত্যন্ত এলাকায় তিনি এই নাটক সাজিয়েছিলেন, সেখানে কেবল একটিই সিসিটিভি ক্যামেরা ছিল—আর সেটিই তার পুরো পরিকল্পনা ফাঁস করে দেয়।

ঘটনাটি নিয়ে তদন্ত এখনও চলছে। এখন পর্যন্ত তার বিরুদ্ধে বীমা জালিয়াতি বা অন্য কোনো অপরাধের অভিযোগ আনেনি পুলিশ। তবে নিজের পোরশে ৯১১ গাড়িটিকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়তো তার জন্যই সবচেয়ে বড় শাস্তি হয়ে দাঁড়িয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম