জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংস্থা গঠন করছে ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ০২:১১ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ইরানের সংসদ জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংস্থা গঠনের প্রস্তাব অনুমোদন করেছে। সংস্থাটি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের তত্ত্বাবধানে স্বাধীনভাবে কাজ করবে এবং দেশের এআই ইকোসিস্টেমের উন্নয়ন ও সমন্বয় সাধনে ভূমিকা রাখবে।
মেহের নিউজ এজেন্সির খবর অনুযায়ী, রোববারের সংসদীয় খোলা অধিবেশনে আইনপ্রণেতারা জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা বিলের ধারা ৩-এর সংশোধনী অনুমোদন করেছেন। সংশোধনীর মাধ্যমে বিদ্যমান জাতীয় সম্পদ ব্যবহার করে একটি স্বাধীন জাতীয় এআই সংস্থা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা নির্ধারণ করা হয়েছে।
সংস্থার সচিবালয় ইরানের প্রেসিডেন্টের তত্ত্বাবধানে কাজ করবে, যা জাতীয় এআই নীতি বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় নিশ্চিত করবে। সংস্থার প্রধানকে প্রেসিডেন্ট নিয়োগ করবেন।
এই আইন বাস্তবায়নের তিন মাসের মধ্যে সংস্থাটিকে তার বিধিমালা খসড়া তৈরি করতে হবে। এই খসড়া প্রস্তুতিতে বিজ্ঞান, প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক অর্থনীতি সম্পর্কিত উপ-প্রেসিডেন্সি, প্রশাসনিক ও নিয়োগ সংস্থা, পরিকল্পনা ও বাজেট সংস্থা, এবং বিজ্ঞান, স্বাস্থ্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, শ্রম ও শিক্ষা মন্ত্রণালয়গুলোকে অন্তর্ভুক্ত করতে হবে। এরপর খসড়াটি মন্ত্রিসভার অনুমোদনের জন্য পাঠানো হবে।
এ আইনগত পদক্ষেপ ইরানের কৃত্রিম বুদ্ধিমত্তা শাসন কাঠামোকে প্রতিষ্ঠিত করার দিকে একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে এবং জাতীয় নীতিমালায় এআই উন্নয়নের সমন্বয় সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

