সেনাদের সামনে নাচলেন ডোনাল্ড ট্রাম্প (ভিডিও)
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ০৯:৫৩ এএম
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
মালয়েশিয়ায় বিমানবন্দরের পর এবার জাপানে নিজ দেশের সেনাদের সামনে নেচেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের উদ্দেশে বক্তব্য দেওয়ার পর গানের তালে তালে নাচেন তিনি।
মঙ্গলবার (২৮ অক্টোবর) জাপান সফরের সময় ইউএসএস জর্জ ওয়াশিংটন রণতরীতে যান ট্রাম্প। সেখানে নৌ সেনাদের সঙ্গে দেখা করেন তিনি। খবর গার্ডিয়ানের।
একটি ভিডিওতে দেখা গেছে, ট্রাম্প যখন সেনাদের সামনে নাচছিলেন তখন লাউড স্পিকারে ‘সুইট ক্যারোলিন’ এবং ‘পার্টি ইন দ্য ইউএসএ’ বাজানো হচ্ছিল।
Trump is on a roll dancing for the US Navy in Japan
YMCA slaps hard pic.twitter.com/0zuhLM2Cw2
এর আগে ট্রাম্পের সঙ্গে ইয়োকোসুকা নৌঘাঁটিতে যান জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাচি।
‘যখন যা ইচ্ছে আমাদের কাছে চাইতে পারেন’, জাপানের প্রধানমন্ত্রীকে ট্রাম্প যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ও অংশীদারদের মধ্যে জাপান অন্যতম বলে ঘোষণা করেছেন ট্রাম্প। সেই সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে তিনি বলেছেন, যেকোনো ইস্যুতে টোকিওর পাশে থাকবে ওয়াশিংটন।
সোমবার জাপান সফরে যান প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠকের আগে করমর্দন করার সময় ট্রাম্প মন্তব্য করেন, এটা খুবই দৃঢ় একটি করমর্দন।
পরে বৈঠকে তিনি বলেন, জাপান আমাদের ঘনিষ্ঠতম মিত্রদের মধ্যে অন্যতম এবং আমি আপনাকে বলতে চাই— যে কোনো সময় কোনো কিছু নিয়ে যদি আপনার মনে প্রশ্ন জাগে, সংশয় দেখা দেয়, যদি কখনও কোনো কিছুর প্রয়োজন হয়, কোনো উপকারের প্রয়োজন পড়ে— এমন কিছু যা আমাদের পক্ষে করা সম্ভব— সেক্ষেত্রে আপনি সবসময় আমাদের আপনার পাশে পাবেন।
এই বন্ধুত্বপূর্ণ আশ্বাসের প্রতিক্রিয়ায় ট্রাম্পের প্রশংসা করে তাকাইচি বলেন, প্রধানমন্ত্রী আবের (জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে) কাছে আমি আপনার প্রশংসা শুনেছি। তিনি প্রায়েই অগ্রসর কূটনীতির কথা বলতেন।
বৈঠক শেষে তাকাইচির সঙ্গে জাপানের বিরল খনিজ উপাদন ও ধাতু ক্রয় সংক্রান্ত একটি চুক্তি করেন ট্রাম্প। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে ফোর্ড এফ ১৫০ ট্রাক ক্রয় সংক্রান্ত একটি চুক্তিতেও স্বাক্ষর করেছেন তাকাইচি এবং ট্রাম্প। দুই চুক্তি চুক্তি স্বাক্ষরের পর ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র-জাপানের বন্ধুত্ব এক নতুন যুগে প্রবেশ করেছে।

