Logo
Logo
×

আন্তর্জাতিক

ফ্লোরিডার বিশ্ববিদ্যালয়গুলোতে এইচ-১বি ভিসা নিয়ে গভর্নরের কড়া সিদ্ধান্ত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ০৩:০৫ পিএম

ফ্লোরিডার বিশ্ববিদ্যালয়গুলোতে এইচ-১বি ভিসা নিয়ে গভর্নরের কড়া সিদ্ধান্ত

ফ্লোরিডার বিশ্ববিদ্যালয়গুলোকে প্রথমে আমেরিকান স্নাতকদের চাকরিতে নিয়োগ দিতে হবে এবং বিদেশি কর্মী আনার প্রথা বন্ধ করতে হবে। ছবি: সংগৃহীত

ফ্লোরিডার গভর্নর রন ডি’সান্টিস হায়ার এডুকেশনে এইচ-১বি ভিসা ব্যবহারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দেশ দিয়েছেন। তার নির্দেশে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলোকে প্রথমে আমেরিকান স্নাতকদের চাকরিতে নিয়োগ দিতে হবে এবং বিদেশি কর্মী আনার প্রথা বন্ধ করতে হবে।  

ডি’সান্টিস বুধবার (২৯ অক্টোবর) বলেন, সারা দেশে বিশ্ববিদ্যালয়গুলো এইচ-১বি ভিসার মাধ্যমে বিদেশি কর্মী নিয়োগ দিচ্ছে, অথচ যোগ্য আমেরিকান থাকলেও তাদের চাকরিতে নেওয়া হচ্ছে না। আমরা ফ্লোরিডার প্রতিষ্ঠানগুলোতে এইচ-১বি ভিসার অপব্যবহার সহ্য করব না। এজন্য আমি ফ্লোরিডা বোর্ড অব গভর্নর্সকে এই প্রথা বন্ধ করার নির্দেশ দিয়েছি। 

তিনি আরও উল্লেখ করেন, ফ্লোরিডার উচ্চশিক্ষায় দেশের মধ্যে অগ্রণী এবং প্রতি বছর হাজার হাজার যোগ্য আমেরিকান স্নাতক কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট হন। তিনি বলেন, যদি কোনো বিশ্ববিদ্যালয় সত্যিই মার্কিন নাগরিক খুঁজে না পায়, তাহলে তাদের উচিত তাদের একাডেমিক প্রোগ্রামগুলো পুনর্মূল্যায়ন করা এবং দেখা কেন তারা এমন স্নাতক তৈরি করতে পারছে না যারা এই পদগুলিতে নিয়োগের যোগ্য।   

ডি’সান্টিস ফ্লোরিডা বোর্ড অব গভর্নর্সকে নির্দেশ দিয়েছেন এইচ-১বি ভিসার অপব্যবহারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে। পাশাপাশি, ফ্লোরিডা ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিশিয়েন্সি (ডিওজিই) ফেডারেল ডিওজিই, স্টেট ইউনিভার্সিটি সিস্টেম এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে নিয়ে মিলিতভাবে ডিইআই (ডাইভারসিটি, ইকুইটি ও ইনক্লুশন) সম্পর্কিত কয়েক মিলিয়ন ডলার অনুদান বাতিল বা পুনঃনির্ধারণ করেছে।  

গভর্নরের অফিসের বিবৃতিতে বলা হয়েছে, ফ্লোরিডার বিশ্ববিদ্যালয়গুলোকে আমেরিকান স্নাতকদের প্রথমে চাকরির সুযোগ দিতে হবে এবং ট্যাক্সদাতা অর্থায়িত স্কুলগুলোকে বিদেশি সস্তা শ্রম আমদানি করার জন্য ব্যবহার করা যাবে না। এইচ-১বি ভিসা মূলত বিশেষজ্ঞ পেশায় কর্মী নিয়োগের জন্য, কিন্তু অনেক বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠান বিদেশি কর্মী নিয়োগ করছে যেগুলো যোগ্য আমেরিকানরা সহজেই পূরণ করতে পারত। বিশ্ববিদ্যালয়গুলো ফেডারেল এইচ-১বি ক্যাপ থেকে অব্যাহত, ফলে তারা সারা বছর বিদেশি শ্রমিক নিয়োগ দিতে সক্ষম।  

ডি’সান্টিস বিভিন্ন বিশ্ববিদ্যালয় পদের উদাহরণ দিয়েছেন যা এইচ-১বি ভিসার মাধ্যমে বিদেশি কর্মী দ্বারা পূরণ হয়েছে, যেমন কম্পিউটার অ্যাপ্লিকেশন কো-অর্ডিনেটর, সহকারী অধ্যাপক ও জননীতি বিষয়ে অধ্যাপক চীনের নাগরিকদের দ্বারা এবং স্পেনের নাগরিক দ্বারা সহকারী সুইম কোচ। 

তিনি বলেন, আমরা কেন চীনের কাউকে জননীতি বিষয়ে আলোচনা করানোর জন্য আনব? বিশেষ করে যখন সংবাদে দেখা যাচ্ছে আমাজন, ইউপিএসসহ বিভিন্ন কোম্পানি অনেক কর্মী ছাঁটাই করছে। আমাদের নিশ্চিত করতে হবে যে ফ্লোরিডার নাগরিকদের চাকরির সুযোগের ক্ষেত্রে প্রথম সুযোগ দেওয়া হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ফ্লোরিডা ফেডারেল ডিওজিই, স্টেট ইউনিভার্সিটি সিস্টেম এবং পৃথক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মিলিতভাবে ৩.৩ মিলিয়ন ডলারের বেশি ডিইআই সম্পর্কিত অনুদান বাতিল বা পুনঃনির্ধারণ করেছে। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম