Logo
Logo
×

আন্তর্জাতিক

হংকংয়ে অবশেষে নিভল সেই বহুতল ভবনের আগুন, নিহত বেড়ে ৯৪

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ০৮:৫০ এএম

হংকংয়ে অবশেষে নিভল সেই বহুতল ভবনের আগুন, নিহত বেড়ে ৯৪

হংকংয়ে অবশেষে নিভল সেই বহুতল ভবনের আগুন। ছবি: সংগৃহীত

হংকংয়ের একটি আবাসিক কমপ্লেক্সের বহুতল কয়েকটি আবাসিক ভবনে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৯৪ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন আরও প্রায় ৩০০ জন।

দমকলকর্মীরা আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এনেছে। তবে এরই মধ্যে ঝরে গেছে বহু প্রাণ। এতগুলো মানুষের মৃত্যুর জন্য দায়ী সন্দেহে ওই আবাসন সংস্কারের দায়িত্বে থাকা একটি নির্মাণ কোম্পানির তিন হতাকর্তাকে বৃহস্পতিবার গ্রেফতার করেছে হংকং পুলিশ।

ওয়াং ফুক কোর্ট আট ব্লকের ২০০০ আবাসিক ইউনিটের একটি আবাসিক কমপ্লেক্স। ১৯৮৩ সালে নির্মিত এই টাওয়ার ব্লক নতুন করে নির্মাণের কাজ চলছিল। ভবনগুলোতে ছিল বাঁশ আর জালের ঘেরাটোপ।

পুলিশ মনে করছে, নির্মাণ সংস্থার দায়িত্বে অবহেলা এবং অনিরাপদ নির্মাণ সামগ্রীর কারণে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে থাকতে পারে। হংকংয়ে প্রায় ৮০ বছরের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড।

বুধবার হংকংয়ের স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটে নগরীর উত্তরাংশের তাই পো এলাকার ওয়াং ফুক কোর্ট নামের ওই আবাসিক কমপ্লেক্সে আগুন লাগে।


প্রায় ২৪ ঘণ্টারও বেশি সময় পর দমকল কর্মীরা আগুন অনেকটা নেভাতে সক্ষম হয়েছেন। উদ্ধারকারীরা তীব্র তাপ ও ঘন ধোঁয়ার মধ্যে ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে কাজ করেছেন, যাতে ওপরের তলায় আটকা পড়া বাসিন্দাদের কাছে পৌঁছানো যায়।

তাই পোর ওয়াং ফুক কোর্টের বাসিন্দারা এএফপিকে বলেছেন, তারা আগুনের বিষয়ে কোনো সতর্ক সংকেত পাননি এবং প্রতিবেশীদের সতর্ক করতে দরজায় দরজায় গিয়ে খবর দিতে হয়েছে।

সুইন নামের এক বাসিন্দা বলেন, আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ছিল। আমি দেখলাম একটি মাত্র হোস পাইপ দিয়ে কয়েকটি ভবন বাঁচানোর চেষ্টা হচ্ছে। আমার মনে হয়েছে এটা খুবই ধীর।’

সূত্র: রয়টার্স, আলজাজিরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম