Logo
Logo
×

আন্তর্জাতিক

পেরুর রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে ১০ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:১১ এএম

পেরুর রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে ১০ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

পেরুর একটি রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে ১০ জন বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত এবং ৩ জন আহত হয়েছেন। তারা একটি জন্মদিনের অনুষ্ঠানে অংশ নিতে একত্রিত হয়েছিল। শুক্রবার এ তথ্য জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে পেরুর আন্দিয়ান অঞ্চলের পুনে শহরের হুয়ানকানে এলাকায় এই আগুনটি লাগে। শহরটি বলিভিয়ার সীমান্তের কাছে অবস্থিত। নিহতদের বয়স ১৭ থেকে ২৩ বছরের মধ্যে এবং তারা একটি শিক্ষক প্রশিক্ষণ কলেজের ছাত্র ছিলেন। স্থানীয় পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, পুলিশ ও ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে এসে ১০টি মৃতদেহ উদ্ধার করেন।

ছাত্ররা কাঠ ও ইট দিয়ে তৈরি কালমা ত্রিপা রেস্তোরাঁর দ্বিতীয় তলায় আটকে পড়েছিল। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, আগুন নেভানোর জন্য প্রতিবেশীরা অগ্নিনির্বাপক যন্ত্র ও পানি ব্যবহার করেন।

হুয়ানকানে মেয়র ভ্যালেরিও তাপিয়া রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আন্দিনাকে জানিয়েছেন, শহরটির জনসংখ্যা ২০ হাজার হলেও এখানে কোনো ফায়ার সার্ভিস নেই। প্রতিবেশী শহর জুলিয়াকা থেকে দমকল বাহিনী এক ঘণ্টা পর এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

একটি সূত্র জানিয়েছে, রেস্তোরাঁতে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ আগুন লাগার কারণ হতে পারে। পেরুর এমন দূরবর্তী অঞ্চলে অগ্নিকাণ্ডের ঘটনা সাধারণ, কারণ সেখানে জ্বালানি সংরক্ষণের ক্ষেত্রে নিয়মাবলী প্রায়ই মানা হয় না।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম