Logo
Logo
×

আন্তর্জাতিক

ক্ষমা পেলেও রাজনীতি ছাড়বেন না নেতানিয়াহু

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:০৫ এএম

ক্ষমা পেলেও রাজনীতি ছাড়বেন না নেতানিয়াহু

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, চলমান দুর্নীতি মামলায় প্রেসিডেন্টের কাছ থেকে ক্ষমা পেলেও তিনি রাজনীতি থেকে সরে দাঁড়ানোর কোনো ইচ্ছা নেই।

রোববার (৭ ডিসেম্বর) এক প্রতিবেদক তার কাছে জানতে চান, ক্ষমা পেলে তিনি কি রাজনৈতিক জীবন থেকে অবসর নেবেন?জবাবে নেতানিয়াহু স্পষ্টভাবে বলেন, ‘না’।

গত মাসে নেতানিয়াহু দেশটির প্রেসিডেন্ট আইজাক হারজগের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করেন। তার আইনজীবীরা যুক্তি দেন যে ঘনঘন আদালতে হাজিরা দিতে হওয়ায় দেশ পরিচালনায় নেতানিয়াহুর সক্ষমতা বাধাগ্রস্ত হচ্ছে এবং তাই একটি ক্ষমা ‘রাষ্ট্রের জন্যও ভালো হবে’। 

তবে ইসরাইলে সাধারণত বিচারপ্রক্রিয়া শেষ হয়ে রায় ঘোষণার পরই ক্ষমা দেওয়া হয়। কোনো চলমান মামলার মধ্যবর্তী সময়ে ক্ষমা দেওয়ার নজির নেই।


ঘুষ, জালিয়াতি ও আস্থাভঙ্গের অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহু এসব অভিযোগ বারবার অস্বীকার করেছেন। তার আইনজীবীরা বলেছেন, মামলাটি পুরোপুরি শেষ হলে নেতানিয়াহু খালাস পাবেন বলেই তাদের বিশ্বাস।

এদিকে, নেতানিয়াহুর আবেদন করার আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলি প্রেসিডেন্টকে চিঠি দিয়ে প্রধানমন্ত্রীকে ক্ষমা বিবেচনা করার আহ্বান জানান।

এদিকে, দেশটির বিরোধীদলীয় কিছু রাজনীতিবিদ বলেছেন, কোনো ক্ষমা দেওয়ার আগে নেতানিয়াহুকে অবশ্যই রাজনৈতিক জীবন থেকে অবসর নিতে হবে এবং দোষ স্বীকার করতে হবে। অন্যরা মনে করেন, ক্ষমা চাইলে তাকে আগে জাতীয় নির্বাচন দিতে হবে, যা নির্ধারিত সময় অনুযায়ী ২০২৬ সালের অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা।

তথ্যসূত্র: এনডিটিভি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম