পারস্য উপসাগরে ‘চোরাচালানকারী’ জাহাজ জব্দ আইআরজিসির
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৮ এএম
জাহাজটিতে মোট ১৩ জন নাবিক ছিল। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
পারস্য উপসাগরে জ্বালানি চোরাচালানের অভিযোগে একটি বিদেশি জাহাজ আটক করেছে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী। জাহাজটিকে ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরে নিয়ে যাওয়া হয়েছে।
আইআরজিসির তথ্যনুসারে, নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহের মাধ্যমে স্বাজিল্যান্ড (এসওয়াতিনি) পতাকাবাহী একটি জাহাজ শনাক্ত করা হয়, যা ডিজেলসহ চোরাই জ্বালানি বহন করছিল। আদালতের আদেশে জাহাজটি জব্দ করে বুশেহর উপকূলে নিয়ে যাওয়া হয়।
বিবৃতিতে আরও বলা হয়, ‘জাহাজটি ৩ লাখ ৫০ হাজার লিটার চোরাই জ্বালানি ইরান থেকে বহন করছিল, যা আদালতের আদেশে দেশে ফিরিয়ে আনা হয়েছে এবং বর্তমানে খালাস করা হচ্ছে।’
এতে আরও বলা হয়, জাহাজটিতে মোট ১৩ জন নাবিক ছিল, যাদের আটক করা হয়েছে। নাবিকরা ভারতের নাগরিক এবং একটি প্রতিবেশী দেশের নাগরিক।

