Logo
Logo
×

আন্তর্জাতিক

মালয়েশিয়ায় ১১ বাংলাদেশিসহ ৩১ অভিবাসী গ্রেফতার

Icon

আহমাদুল কবির, মালয়েশিয়া

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১১:০৪ এএম

মালয়েশিয়ায় ১১ বাংলাদেশিসহ ৩১ অভিবাসী গ্রেফতার

মালয়েশিয়ার বিশেষ অভিযান ‘অপস কুটিপ’-এ ৩১ জন অবৈধ অভিবাসী গ্রেফতার। ছবি: যুগান্তর

মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের পরিচালিত বিশেষ অভিযান ‘অপস কুটিপ’-এ ৩১ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে তিনজন নারীও রয়েছেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৭টা ২০ মিনিটে রাজধানী কুয়ালালামপুরে মসজিদ জামেক এলআরটি স্টেশন ও আশপাশের এলাকায় এ অভিযান চালানো হয়।

জেআইএম কুয়ালালামপুরের পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ জানান, এই অভিযানে বিভাগের মোট ২৫ জন কর্মকর্তা অংশ নেন। তারা এলআরটি স্টেশন থেকে নামা বিদেশি যাত্রী এবং স্টেশন চত্বরের বিভিন্ন কোণে অবস্থানরত ব্যক্তিদের এলোমেলোভাবে তল্লাশি করেন।

তিনি জানান, অভিযানে মোট ৬০ জন বিদেশিকে চেক করা হয়। এর মধ্যে ৩১ জনের বৈধ কাগজপত্র না থাকায় তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের নাগরিকত্ব অনুযায়ী তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশিরামোট ১১ জন। এরপর রয়েছে ভারত (৮), পাকিস্তান (৭), ইন্দোনেশিয়া (৩) এবং সুদান ও ফিলিপাইনের একজন করে। 

পরিচালক জানান, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে পাঁচজনকে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩এর সেকশন ১৫(১)(সি) অনুযায়ী ‘ওভারস্টে’–র অভিযোগে গ্রেফতার করা হয়েছে। বাকি সবাইকে সেকশন ৬(১)(সি) অনুযায়ী বৈধ পাস বা পারমিট না থাকার জন্য গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য কুয়ালালামপুর ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম