Logo
Logo
×

আন্তর্জাতিক

থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষ: নিহত বেড়ে ২৩, বাস্তুচ্যুত সাত লাখ মানুষ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:০৮ পিএম

থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষ: নিহত বেড়ে ২৩, বাস্তুচ্যুত সাত লাখ মানুষ

জুলাই থেকে দুই দেশের স্থল সীমান্ত বন্ধ থাকায় পারাপার ও সীমান্তবর্তী বাণিজ্য কার্যত স্থবির হয়ে পড়েছে। ছবি: সংগৃহীত

থাইল্যান্ড ও কম্বোডিয়ার চলমান সীমান্ত সংঘর্ষে উভয় দেশে নিহতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে।  এছাড়া বাস্তুচ্যুত হয়েছে সাত লাখ মানুষ। 

শুক্রবার (১২ ডিসেম্বর) দেশ দুটির কর্মকর্তারা ও স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

কাম্বোডিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত ২ লাখ ৭৪ হাজার ৪০৩ জনকে আশ্রয়শিবিরে স্থানান্তর করা হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এজেন্স ক্যাম্পুচিয়া প্রেস (এপিকে) জানিয়েছে, সংঘর্ষপ্রবণ এলাকা থেকে আরও বহু মানুষ নিরাপদ স্থানে পালিয়ে যাচ্ছেন।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘এই সংখ্যাগুলো কেবল প্রাদেশিক কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় গঠিত নিরাপত্তা কেন্দ্রে আশ্রয় নেওয়া ব্যক্তিদের হিসাব। যারা নিজ উদ্যোগে এলাকা ছেড়েছেন, তারা এতে অন্তর্ভুক্ত নন।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘শুক্রবার সকাল পর্যন্ত সব ক্ষতিগ্রস্ত প্রদেশেই বেসামরিক মানুষ নিরাপদ এলাকায় সরে যেতে থাকেন।’

স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, ৭ ডিসেম্বর থেকে এ পর্যন্ত কাম্বোডিয়ায় ১১ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৭৬ জন আহত হয়েছেন।

এর আগে বৃহস্পতিবার কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ম্যালি সোচেতা জানান,  সংঘাতে একজন কম্বোডীয় সেনা প্রাণ হারিয়েছেন। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষিত ১১ জন নিহতের মধ্যে ওই সেনা অন্তর্ভুক্ত ছিলেন কি না—তা স্পষ্ট করা হয়নি।


অন্যদিকে, বুধবার থাই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সুরাসান্ত কংসিরি জানান, থাইল্যান্ডের সীমান্তবর্তী সাতটি প্রদেশে ৪ লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। এ পর্যন্ত থাইল্যান্ডে নয়জন সেনা ও তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৯০ জন।

অক্টোবরে কুয়ালালামপুরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে থাইল্যান্ড ও কাম্বোডিয়া একটি শান্তিচুক্তি সই করেছিল।

দীর্ঘদিনের সীমান্ত বিরোধকে কেন্দ্র করে দেশ দুটির মধ্যে বারবার সংঘর্ষ হয়েছে। গত জুলাইয়ে এক দফা সংঘর্ষে অন্তত ৪৮ জন নিহত হয়। গত পাঁচ মাসের বিভিন্ন ঘটনায় ১৮ জন কাম্বোডিয়ান সেনা এখনও থাইল্যান্ডের হেফাজতে রয়েছেন।

জুলাই থেকে দুই দেশের স্থল সীমান্ত বন্ধ থাকায় পারাপার ও সীমান্তবর্তী বাণিজ্য কার্যত স্থবির হয়ে পড়েছে।

তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম