Logo
Logo
×

আন্তর্জাতিক

ক্ষেপণাস্ত্র উন্নয়ন অব্যাহত রাখার ইঙ্গিত কিম জং উনের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ১২:১২ পিএম

ক্ষেপণাস্ত্র উন্নয়ন অব্যাহত রাখার ইঙ্গিত কিম জং উনের

প্রধান সামরিক সরঞ্জাম ও গোলাবারুদ উৎপাদনকারী শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন আগামী পাঁচ বছর দেশটির ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচি অব্যাহত রাখার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ (KCNA) শুক্রবার (২৫ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে। 

কেসিএনএর প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের শেষ প্রান্তিকে কিম জং উন দেশটির প্রধান সামরিক সরঞ্জাম ও গোলাবারুদ উৎপাদনকারী শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, যুদ্ধ প্রতিরোধ সক্ষমতা জোরদারে দেশের ক্ষেপণাস্ত্র ও গোলা উৎপাদন খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রতিবেদনে আরও জানানো হয়, কিম জং উন প্রধান সামরিক শিল্পপ্রতিষ্ঠানগুলোর আধুনিকায়ন সংক্রান্ত খসড়া নথি অনুমোদন করেছেন। এসব নথি ২০২৬ সালের শুরুতে অনুষ্ঠেয় গুরুত্বপূর্ণ ওয়ার্কার্স পার্টির কংগ্রেসে উপস্থাপন করা হবে। ওই কংগ্রেসেই আগামী পাঁচ বছরের জন্য উত্তর কোরিয়ার সামগ্রিক উন্নয়ন পরিকল্পনা নির্ধারিত হবে।

এর আগে বৃহস্পতিবার কেসিএনএ জানায়, কিম জং উন তার কন্যাকে সঙ্গে নিয়ে একটি ৮ হাজার ৭০০ টন ওজনের পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন নির্মাণকাজ পরিদর্শন করেন। পাশাপাশি তিনি দীর্ঘপাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের পরীক্ষা নিক্ষেপও তদারকি করেন। 

একই দিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে নতুন পারমাণবিক সাবমেরিন চুক্তির তীব্র সমালোচনা করেন কিম জং উন। তিনি এই চুক্তিকে আঞ্চলিক নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হিসাবে উল্লেখ করেন। কিমের এ মন্তব্য আসে দেশীয় একটি সাবমেরিন স্থাপনা পরিদর্শন এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষা পর্যবেক্ষণের সময়।  

কেসিএনএর ভাষ্য অনুযায়ী, কিম জং উন এই চুক্তিকে পিয়ংইয়ংয়ের নিরাপত্তা ও সামুদ্রিক সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন হিসাবে আখ্যা দেন। তিনি একে ‘নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ আক্রমণাত্মক পদক্ষেপ’ বলে উল্লেখ করেন এবং এর মোকাবিলায় উত্তর কোরিয়ার নৌ ও পারমাণবিক সক্ষমতা দ্রুত জোরদারের প্রয়োজনীয়তার কথা জানান।

পরিদর্শনকালে কিম জং উন এমন একটি স্থাপনা ঘুরে দেখেন, যেখানে উত্তর কোরিয়া একটি ‘৮ হাজার ৭০০ টন ক্ষমতাসম্পন্ন পারমাণবিক শক্তিচালিত কৌশলগত গাইডেড মিসাইল সাবমেরিন’ উন্নয়নের কাজ করছে। এর মাধ্যমে দেশটির নৌবাহিনী আধুনিকীকরণের উচ্চাকাঙ্ক্ষা স্পষ্ট হয়ে উঠেছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম