রাশিয়ার হাত থেকে ইউরোপকে বাঁচাতে যে অঙ্গীকার করলেন জেলেনস্কি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫২ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে মুক্ত করার পাশাপাশি মস্কোর ব্ল্যাকমেইল থেকে ইউরোপকে রক্ষা করতে প্রয়োজনীয় সব কিছু করার অঙ্গীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোমিদির জেলেনস্কি।
বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। খবর আলজাজিরার।
জেলেনস্কি বলেন, ‘পারমাণবিক এবং বিকিরণ সুরক্ষা বাস্তবায়নের জন্য সব কিছু করব আমরা। রাশিয়ান দখলদারদের কাছ থেকে জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র উদ্ধার করব। মস্কোর হুমকি থেকে গোটা ইউরোপকে রক্ষা করব।’
আরও পড়ুন: রাশিয়ার পাওয়ার সাবস্টেশনে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন
এদিকে দক্ষিণের খেরসন ও পূর্ব দোনেৎস্ক অঞ্চলে রুশ গোলাবর্ষণে পাঁচজন নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন সরকার। তারা বলেছে, খেরসন শহরে নিহতদের তিনজন নারী। দোনেৎস্কে প্রাণ হারিয়েছেন দুই পুরুষ।
প্রসিকিউটররা জানিয়েছেন, পরিত্যক্ত শহর খেরসনের একটি রাস্তায় এই তিন নারীকে হত্যা করা হয়। দোনেৎস্কের সংঘাতময় শহর মেরিঙ্কার কাছে রুশ সেনারা গোলাবর্ষণ করলে নিহত হন দুজন।
