‘নিজের স্ত্রীকে সিঁদুর দিচ্ছেন না কেন’, মোদিকে প্রশ্ন মমতার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৯ মে ২০২৫, ০৮:৫১ পিএম
নরেন্দ্র মোদি ও মমতা ব্যানার্জী। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
পাকিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন সিঁদুর’ পরিচালনা করেছে ভারত। এই নাম নিয়ে এবার সরগরম ভারতের রাজনীতি। পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা থেকে ‘অপারেশন বেঙ্গল’-এর ডাকও উঠেছে। এ নিয়ে মোদিকে তীব্র কটাক্ষ করলেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, প্রত্যেক মহিলার সম্মান আছে। স্বামীর থেকে সিঁদুর গ্রহণ করেন তারা। মোদি নিজের স্ত্রীকে কেন সিঁদুর দিচ্ছেন না, প্রশ্ন তোলেন মমতা।
আলিপুরদুয়ারে মোদির সভা থেকে এদিন ‘অপারেশন সিঁদুর’-এর মতো বাংলায় ‘অপারেশন বেঙ্গল’-এর ডাক দেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা। সেই নিয়েই এদিন নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মোদিকে নিশানা করেন মমতা। তিনি বলেন, ‘অপারেশন সিঁদুর’ নামটা ওরা দিয়েছে। সব নাম এখন কেন্দ্রই ঠিক করে। ‘অপারেশন সিঁদুর’ নাম রাখা হয়েছিল, যাতে রাজনৈতিকভাবে সেটাকে ব্যবহার করা যায়। এখনই এ নিয়ে কোনো মন্তব্য করতে যাবো না। কিন্তু সব রাজনৈতিক দল, বিজেপি বিরোধী শিবিরের প্রতিনিধিরা যখন বিদেশে দেশের হয়ে গলা ফাটাচ্ছেন, সেই সময় নির্বাচনের রাজনীতি করছেন মোদি।
এর পরই মোদিকে কটাক্ষ করে মমতা বলেন, মনে রাখবেন, প্রত্যেক মহিলার সম্মান আছে। তারা স্বামীর থেকে সিঁদুর গ্রহণ করেন। কিন্তু প্রধানমন্ত্রী এমনভাবে কথা বলছেন...আপনি সকলের স্বামী নন! সবার আগে নিজের স্ত্রীকে কেন সিঁদুর দিচ্ছেন না? অত্যন্ত দুঃখের সঙ্গে এ কথা বলতে হচ্ছে। এসবে যাওয়া উচিত নয়, কিন্তু আপনি বাধ্য করছেন। অপারেশন সিঁদুর-এর পর অপারেশন বেঙ্গল-এর কথা বলেই মুখ খুলতে বাধ্য করছেন আমাদের। কেন এতদিন পরও পেহেলগাঁমের জঙ্গিরা ধরা পড়ল না, প্রশ্ন তোলেন মমতা। এতই যদি সত্যবাদী হন, বোনেদের সিঁদুর কাড়ল যারা, তাদের ধরতে পেরেছেন? তাদের মারতে পারলেন? এত বড় নেতা আপনি, যে আমেরিকার কথায় এক সেকেন্ডে চুপ হয়ে গেলেন। আবার বলছেন, দেশ রক্ষা করবেন। আপনি না সাচ্চা, না আচ্ছা। আমরা সব জানি।
অপারেশন সিঁদুর নিয়ে মোদি রাজনীতি করছেন বলে অভিযোগ করেন মমতা। তার বক্তব্য, একসময় নিজেকে চা-ওয়ালা দাবি করে ঘুরে বেড়াতেন। দ্বিতীয়বার বললেন পাহারাদার। এখন আবার বলছেন সিঁদুর বেচবেন। সিঁদুর এভাবে বেচা যায় না। সিঁদুর মা-বোনেদের আত্মসম্মান, ইজ্জত। বাংলার মা-বোনেরা যে আত্মসম্মান নিয়ে বাঁচেন, উত্তরপ্রদেশ, বিহার, গুজরাট, আসাম, মধ্যপ্রদেশে হয়? উত্তরপ্রদেশে রাস্তায় ব্লুফিল্ম চলছে। বিজেপির সাংসদ বলছে, মহিলাদের উচিত ছিল সন্ত্রাসবাদীদের দমন করা, তারা পারেননি। দলের সাংসদকে শাসন করার ক্ষমতা নেই...ওর মুখে এসব শোভা পায় না।
মমতা এদিন জানান, তিনি ভেবেছিলেন মোদি সেনাকে সম্মান জানাবেন। শিলিগুড়িতে বায়ুসেনা ঘাঁটি আছে, হাসিমারা, কালিম্পং, দার্জিলিংয়ে রয়েছে। কিন্তু সেখানে গেলেন না। অপারেশন সিঁদুর নিয়ে বিরোধীরা যখন বিদেশে গলা ফাটাচ্ছেন, দেশে মোদি রাজনীতি করছেন বলে জানান মমতা। তার মতে, সেনার সাহসিকতা নিয়ে প্রচার হওয়া উচিত, তা না করে মোদি নিজের প্রচার করছেন।
