তানজানিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২৮ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯ জুন ২০২৫, ১২:০৩ পিএম
-684682d0a4694.jpg)
পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২৮জন নিহত হয়েছে। শনিবার রাতে দেশটির দক্ষিণ-পশ্চিম সীমান্তে এ ঘটনা ঘটেছে।
রোববার দেশটির কর্মকর্তারা এএফপি’কে এ তথ্য জানিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, দেশটির জাম্বিয়ার সীমান্তের কাছে দেশটির দক্ষিণ-পশ্চিমে একটি লরি চালক তার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। দ্রুত গতিতে আসা লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়ির সঙ্গে সজোরে ধাক্কা মারে, যার ফলে ঘটনাস্থলেই অন্তত ২৮ জনের প্রাণহানি ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তাদের অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।
তবে প্রাথমিকভাবে জানা গেছে, নিহতদের মধ্যে ১০ জন নারী এবং চারজন শিশু রয়েছে। ভয়াবহ এ দুর্ঘটনার কারণ হিসেবে লরি চালকের অবহেলাকে দায়ী করা হয়েছে, যিনি খাড়া ইওয়াম্বি পাহাড়ে গাড়ি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছিলেন।
তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান এক্সে এক পোস্টে বলেছেন, তিনি ‘গভীর দুঃখের সঙ্গে’এই মারাত্মক দুর্ঘটনার কথা জানতে পেরেছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০১৮ সালের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালে সরকারি পরিসংখ্যান অনুসারে ৩,২৫৬ জন নিহত হয়েছেন। কিন্তু অনুমান করা হচ্ছে, মৃত্যুর প্রকৃত সংখ্যা ১৩ হাজার থেকে ১৯ হাজার এর মধ্যে।
২০২৪ সালে দেশটির উত্তরে একটি ট্রাক আরো তিনটি গাড়ির সঙ্গে সংঘর্ষে একজন আমেরিকান, একজন দক্ষিণ আফ্রিকান এবং একজন কেনিয়ানসহ কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন।