Logo
Logo
×

আন্তর্জাতিক

ইউরোপে খরার শঙ্কা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৫, ১২:২৫ পিএম

ইউরোপে খরার শঙ্কা

ছবি : সংগৃহীত

কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের (সিথ্রিএস) তথ্যানুযায়ী, বিশ্বের দ্বিতীয় উষ্ণতম মাস ছিল ২০২৫ সালের মে। আর মাসটিতে উত্তর-পশ্চিম ইউরোপে ব্যতিক্রমী শুষ্ক বসন্ত দেখা গেছে। খবর দ্য গার্ডিয়ানের।

সবশেষ কয়েক মাস ধরে ইউরোপের দেশগুলোতে হালকা রূপের খরা দেখা যাচ্ছে। আসন্ন গ্রীষ্মের আগে বৃষ্টি না হলে ইউরোপজুড়ে পানির তীব্র অভাব দেখা দেবে। কৃষকরা বলছেন, সময়মতো বৃষ্টি না হলে নষ্ট হবে ফসল।

সিথ্রিএসের ডেটা অনুযায়ী, ২০২৫ সালের মে ছিল বিশ্বব্যাপী দ্বিতীয় উষ্ণতম মাস। এ মাসটিতে বাতাসের গড় তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৭৯ ডিগ্রি সেলসিয়াস, যা ১৯৯১-২০২০ সালের গড়ের চেয়ে শূন্য দশমিক ৫৩ ডিগ্রি বেশি। ১৮৫০ থেকে ১৯০০ সাল পর্যন্ত যে গড় তাপমাত্রা ছিল, মে মাসে গড় তাপমাত্রা তার থেকে বেশি ছিল এক দশমিক চার ডিগ্রি সেলসিয়াস। এর মানে দাঁড়ায় প্রাক-শিল্প যুগ থেকে গড় তাপমাত্রা বেশি ছিল দেড় ডিগ্রি সেলসিয়াস।

সিথ্রিএসের ইউরোপিয়ান সেন্টার ফর মেডিয়াম-রেঞ্জ ওয়েদার ফরকাস্টের পরিচালকও কার্লো বুওনটেম্পো বলেন, ‘মে মাস আগের অনেক রেকর্ড ভেঙেছে। প্রাক-শিল্প যুগ থেকে এ মাসটির গড় তাপমাত্রা বেশি ছিল দেড় ডিগ্রি। জলবায়ু পরিবর্তনের জেরে আগামীতে বিভিন্ন মাসে এমন পরিস্থিতি আমরা ফের দেখতো পারব।’

২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তির লক্ষ্য ছিল, বিশ্বের গড় উষ্ণতা প্রাক-শিল্প যুগের চেয়ে দেড় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রাখা। এক বা দুই দশক ধরে পরিমাপ করে এ লক্ষ্যমাত্রা করা হয়েছিল। কোনো এক বছরে তাপমাত্রা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হওয়াকে লক্ষ্য শেষ হওয়া বলা যাবে না। তবে, ক্রমশই জলবায়ুর অবস্থার অবনতি হচ্ছে। গত দশকে প্রতি বছরই ছিল বিশ্বের ১০টি উষ্ণতম বছর।

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের অনেক জায়গায় শুষ্ক আবহাওয়া অব্যাহত ছিল। ২০২৫ সালের মে মাসে উত্তর ও মধ্য ইউরোপের শুষ্ক আবহাওয়া ছিল। উত্তর-পশ্চিম ইউরোপের কিছু অংশে বৃষ্টিপাত ও মাটির আর্দ্রতার সর্বনিম্ন মাত্রা দেখা গেছে, যা ১৯৭৯ সালের পর থেকে সবচেয়ে কম।

গত মে মাসে আমেরিকার উত্তরাঞ্চলেও শুষ্ক আবহাওয়ার দেখা মিলেছে। এমনকি আফ্রিকা, সেন্ট্রাল এশিয়ায়, দক্ষিণ অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন অংশে একইভাব দেখা যায়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম