Logo
Logo
×

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়াকে ৪৮টি কেএএএন যুদ্ধবিমান দেবে তুরস্ক

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৫, ০৭:০৪ পিএম

ইন্দোনেশিয়াকে ৪৮টি কেএএএন যুদ্ধবিমান দেবে তুরস্ক

কেএএএন যুদ্ধবিমান পর্যবেক্ষণ করছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান।।ছবি: আনাদোলু

সম্প্রতি ইন্দোনেশিয়ার সঙ্গে স্বাক্ষরিত নতুন প্রতিরক্ষা চুক্তির আওতায় তুরস্ক ৪৮টি কেএএএন যুদ্ধবিমান তৈরি করে রপ্তানি করবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান। 

তিনি বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ কথা জানান। খবর আনাদোলুর।

প্রতিবেদন অনুযায়ী, এরদোগান তার পোস্টে দুই দেশের মধ্য হওয়া রপ্তানি চুক্তিকে একটি রেকর্ড উল্লেখ করে কেএএএন প্রকল্পে অবদান রাখা প্রতিষ্ঠানগুলোর প্রশংসা করেন। বিশেষ করে তুরস্কের প্রতিরক্ষা শিল্প সচিবালয় ও টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের ভূমিকা তুলে ধরেন।

একই সঙ্গে, কেএএএন যুদ্ধবিমান তৈরিতে ইন্দোনেশিয়ার নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতাও ব্যবহার করা হবে বলেও উল্লেখ করেন তুর্কি প্রেসিডেন্ট।

তিনি বলেন, ‘এই চুক্তি আমাদের জাতীয় ও স্বদেশীয় প্রতিরক্ষা শিল্পের অগ্রগতি ও সাফল্যকে তুলে ধরে। আশা করি, এটি তুরস্ক ও ইন্দোনেশিয়া—উভয় দেশের জন্যই কল্যাণকর হবে’।

কেএএএন হলো ৫ম প্রজন্মের একটি যুদ্ধবিমান, যা টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ উৎপাদন করে আসছে। গত বছর এটি প্রথমবারের মতো আকাশে ওড়ে। এ সময় এর গতি ছিল ২৩০ নট এবং উচ্চতা ছিল ৮,০০০ ফুট।

এই উন্নত প্রযুক্তির মাধ্যমে তুরস্ক এখন বিশ্বের গুটিকয়েক দেশগুলোর কাতারে প্রবেশ করেছে, যারা ৫ম প্রজন্মের যুদ্ধবিমান নির্মাণে সক্ষম।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম