ইরানে ৫ ধাপে ১০০ বিমান হামলা চালিয়েছে ইসরাইল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ জুন ২০২৫, ১২:০৮ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ইরানের রাজধানী তেহরানসহ বেশ কয়েকটি শহরে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরাইল। আচমকা আট স্থানে শতাধিক বিমান হামলা চালানো হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরাইলি সামরিক কর্মকর্তা টাইমস অব ইসরাইলকে এ তথ্য জানিয়েছেন।
হামলায় এখন পর্যন্ত ইরানের আইআরজিসি প্রধান হোসেইন সালামি ও দুই পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। এছাড়া দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরি নিহত হয়েছেন।
শুক্রবার (১৩ জুন) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য জানিয়েছে।
হামলার পর তেহরানে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে ইসরাইলের আকাশসীমা।
হামলার পর ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, যতদিন প্রয়োজন ততদিন এই সামরিক অভিযান অব্যাহত থাকবে।
এ হামলায় ইরানের অন্তত ৫০ নারী পুরুষ আহত হয়েছেন বলে আলজাজিরার খবরে বলা হয়েছে।

