ইসরাইলের আগ্রাসন বন্ধ হওয়া পর্যন্ত ইরান আত্মরক্ষা অব্যাহত রাখবে: ইরানি রাষ্ট্রদূত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২০ জুন ২০২৫, ০১:১১ পিএম
ইরানি রাষ্ট্রদূত সাঈদ ইরাভানি। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে এক বৈঠকে সাঈদ ইরাভানি বলেন, ইসলামিক প্রজাতন্ত্র আশা করে যে গুতেরেস এবঘ নিরাপত্তা পরিষদ জাতিসংঘ সনদের অধীনে তাদের দায়িত্ব পালন করবে।
ইরাভানি বলেন, ১৩ জুন থেকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে ইসরাইলি হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
আরও পড়ুন
তিনি জোর দিয়ে বলেন, নিরাপত্তা পরিষদের ৪৮৭ নম্বর প্রস্তাব, যা এই ধরনের হামলার নিন্দা করে, ইরানের ওপর ইসরাইলি হামলার ক্ষেত্রেও নিরপেক্ষভাবে প্রয়োগ করতে হবে।
ইরানি রাষ্ট্রদূত আরও বলেন, গুতেরেস ইসরাইলি আগ্রাসন বন্ধে অর্থপূর্ণ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন।
প্রসঙ্গত, শুক্রবার (১৩ জুন) থেকে ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরাইল। জবাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে পালটা হামলা অব্যাহত রেখেছে তেহরান। পালটাপালটি এ হামলায় উভয় দেশের বহু মানুষ হতাহত হয়েছেন।
