আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির ঘোষণা ইসরাইলের, ধন্যবাদ জানাল ট্রাম্পকে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০১:১৫ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবে শেষমেশ রাজি হয়েছে ইসরাইল। সেইসঙ্গে ট্রাম্পকে ধন্যবাদও জানিয়েছে দখলদার দেশটির সরকার।
মঙ্গলবার এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এই যুদ্ধবিরতি লঙ্ঘন করা হলে ইসরাইল এর কঠোর জবাব দেবে। ’
দখলদার ইসরাইল সরকার জানিয়েছে, ইরানের চালানো হামলায় তাদের লক্ষ্য অর্জিত হওয়ায় তারা যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘ইসরাইল ইরানের সামরিক নেতৃত্বের ওপর গুরুতর আঘাত হেনেছে এবং ইরানের কেন্দ্রীয় সরকারের অন্তত কয়েক ডজন লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। ’
এছাড়াও গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনী তেহরানের কেন্দ্রস্থলে সরকারি লক্ষ্যবস্তুতে মারাত্মক হামলা চালিয়ে শত শত আধা সামরিক বাহিনীকে নির্মূল করেছে বলেও দাবি করা হয় বিবৃতিতে।
একই সঙ্গে ইসরাইল জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আরও একজন জ্যেষ্ঠ পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করেছে তারা।
বিবৃতির শেষে প্রতিরক্ষায় সহায়তা এবং ইরানের পারমাণবিক হুমকি নির্মূলে অংশগ্রহণের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানায় ইসরাইল।
এদিকে সোমবার রাতে চালানো ইসরাইলি হামলার পালটা জবাব দিয়েছে ইরানও। আইআরজিসি জানিয়েছে, তার ইসরাইলে বেশকিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে।
আরও পড়ুন
ইসরাইলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানিয়েছে, মঙ্গলবার সকালে ইরানের টানা তৃতীয় দফায় চালানো ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির দক্ষিণাঞ্চলে অন্তত ৪ জন নিহত ও ২২ জন আহত হয়েছে।
ইসরাইলের জরুরি সেবাদানকারী সংস্থা মাগেন ডেভিড আদম (এমডিএ) ঘটনাস্থলের বর্ণনা দিয়ে জানায়, ‘আমরা দেখলাম আঘাতের স্থান থেকে ঘন ধোঁয়া উড়ছে এবং যত এগিয়ে যাচ্ছিলাম, ততই স্পষ্ট হচ্ছিল যে একাধিক ভবন ব্যাপকভাবে ধ্বংস হয়েছে।
এদিকে ইরান ও ইসরাইলি সংবাদমাধ্যমগুলোও যুদ্ধবিরতি শুরুর বিষয়টি নিশ্চিত করেছে। তবে সময় ও শর্ত নিয়ে বিভ্রান্তি রয়ে গেছে।
এর আগে ইসরাইল ও ইরান একটি ‘সম্পূর্ণ ও সর্বাত্মক’ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে সামাজিকমাধ্যমে দেওয়া এক ঘোষণায় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও ইসরাইলের কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবে এই যুদ্ধবিরতি ঠিক কখন এবং কী শর্তে শুরু হয়েছে, তা নিয়ে এখনো স্পষ্টতা আসেনি।
ট্রাম্প প্রথমে তার ট্রুথ সোশ্যালে একটি পোস্ট দিয়ে যুদ্ধবিরতির ঘোষণা দেন এবং জানান, এটি ঘোষণার প্রায় ছয় ঘণ্টা পর কার্যকর হবে। তার হিসাবে, রাত ১২টা (ইস্টার্ন টাইম) নাগাদ যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা।
এর ঠিক কিছু সময় পর, ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি শিরোনামে জানায়, ইসরাইল অধিকৃত এলাকায় ইরানের চার দফা হামলার পর যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।
ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম তাদের টেলিগ্রাম চ্যানেলে এক লাইনের বার্তায় জানায়, যুদ্ধবিরতি এখন বাস্তবায়নের পর্যায়ে প্রবেশ করেছে। সূত্র: বিবিসি
