Logo
Logo
×

আন্তর্জাতিক

বেজে উঠেছে সাইরেন, আশ্রয়কেন্দ্রে থাকতে বলা হয়েছে বাসিন্দাদের

যুদ্ধবিরতি ঘোষণার পরই ইসরাইলে ইরানের মিসাইল হামলা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০২:০৩ পিএম

যুদ্ধবিরতি ঘোষণার পরই ইসরাইলে ইরানের মিসাইল হামলা

ইরানের নতুন করে চালানো ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষাপটে ইসরাইলের উপকূলীয় শহর নেটানিয়ার আকাশে দেখা যায় ধোঁয়ার রেখা। (ছবি: জ্যাক গ্যাজ / এএফপি)

যুদ্ধবিরতির ঘোষণার কয়েক মিনিটের মধ্যেই ইরান থেকে ইসরাইলের দিকে অন্তত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানিয়েছে তেল আবিব।  মঙ্গলবার (২৪ জুন) লাইভ প্রতিবেদনে এ খবর জানিয়েছে টাইমস অব ইসরাইল ও আল জাজিরা।

ইসরাইলের সামরিক বাহিনী (আইডিএফ) নিশ্চিত করেছে, তারা ইরান থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি সনাক্ত করেছে এবং এর জেরে উত্তরাঞ্চলের বিভিন্ন শহরে সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি মেনে নেওয়ার ঘোষণা দেওয়ার কিছুক্ষণ পরই এই হামলা হয়।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি সম্ভবত মাঝপথেই প্রতিহত করা হয়েছে। এখনো পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


এদিকে সাইরেন বেজে ওঠার পর উত্তর ইসরাইলের বাসিন্দাদের বোমা আশ্রয়কেন্দ্রে অবস্থান করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।  পরিস্থিতি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত একইভাবে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

২৪ জুন, ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর তেল আবিবে আশ্রয়কেন্দ্রে জড়ো হন মানুষ
ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের পর ইসরাইলজুড়ে সাইরেন বেজে ওঠে। এর জেরে রাজধানী তেল আবিবে একটি ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে জড়ো হন আতঙ্কিত বাসিন্দারা। (ছবি: মেনাহেম কাহানা / এএফপি)

আইডিএফ জানায়, নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে এবং সামনের মিনিটগুলোতে আরও সাইরেন বেজে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই হামলার ফলে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। ইসরাইল-ইরান দ্বিপাক্ষিকভাবে যুদ্ধবিরতি ঘোষণা করলেও বাস্তবে তার পূর্ণ বাস্তবায়ন নিয়ে এখন সন্দেহ তৈরি হচ্ছে।

ঘটনাপ্রবাহ: ইরান-ইসরাইল সংঘাত


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম