Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর পাল্টা জবাবের হুমকি, তেহরানে হামলার নির্দেশ প্রতিরক্ষামন্ত্রীর

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০২:১৭ পিএম

ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর পাল্টা জবাবের হুমকি, তেহরানে হামলার নির্দেশ প্রতিরক্ষামন্ত্রীর

প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ ও আইডিএফ চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল এয়াল জামির। ছবি: সংগৃহীত

ইরান ‘যুদ্ধবিরতি ভেঙে’ ইসরাইলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার পর উত্তেজনা চরমে পৌঁছেছে। দুইটি ক্ষেপণাস্ত্র ইসরাইলের আকাশসীমায় প্রবেশ করলেও উভয়টিই সফলভাবে প্রতিহত করেছে জানিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

মঙ্গলবার (২৪ জুন) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল।

এই ঘটনার পরপরই প্রতিক্রিয়া জানিয়ে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, ‘যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য ইরানকে কঠোর জবাব দিতে আইডিএফকে নির্দেশ দেওয়া হয়েছে। তেহরানের কেন্দ্রস্থলে শাসকগোষ্ঠীর লক্ষ্যবস্তুর ওপর তীব্র হামলার প্রস্তুতি নিতে বলেছি।’

এদিকে ইরান ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ করে ইসরাইলের উত্তরাঞ্চলের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার পর তেহরানের বিরুদ্ধে পাল্টা জবাবের আহ্বান জানিয়েছেন দেশটির আইনপ্রণেতারা। ইসরাইলের কট্টর ডানপন্থি অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নিরাপত্তা মন্ত্রিসভার সদস্য বেজালেল স্মোত্রিচ এক টুইটে লেখেন, ‘তেহরান কাঁপবে।’

অন্যদিকে, ওতজমা ইয়েহুদিত দলের সংসদ সদস্য লিমোর সন হার-মেলেখ লিখেছেন, ‘নীরবতার জবাব হবে নীরবতা, তবে ক্ষেপণাস্ত্রের জবাব কী হবে?’


বিরোধী দল ‘ইসরাইল বেইতেনু’র প্রধান অভিগদোর লিবারম্যান সরাসরি জবাব দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার সাড়ে তিন ঘণ্টা পর ইরান থেকে ইসরাইলের উত্তরে গোলাবর্ষণ শুরু হয়েছে। আমরা চুপ থাকতে পারি না, অবহেলা করতে পারি না—অবিলম্বে জবাব দিতে হবে।’

লিকুদ পার্টির এমপি তালি গটলিভ ঘোষণা দেন, ‘ইরানের যেকোনো লঙ্ঘনের উপযুক্ত জবাব দেওয়া হবে।’ আর একই দলের এমপি অভিখাই বোআরন ইরানি শাসনব্যবস্থার প্রতীকী স্থাপনাগুলোর ওপর ‘পূর্ণ শক্তিতে হামলা’ চালানোর আহ্বান জানান।

এই প্রতিক্রিয়াগুলো ইঙ্গিত দিচ্ছে, ইসরাইলি রাজনৈতিক নেতৃত্বের বড় একটি অংশ যুদ্ধবিরতির মধ্যে কোনো ধরণের শিথিলতা না দেখিয়ে সরাসরি ও কঠোর প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। 

ঘটনাপ্রবাহ: ইরান-ইসরাইল সংঘাত


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম