Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরাইলি আগ্রাসনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নীরবতা নিয়ে ইরানের তীব্র নিন্দা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৫, ০৯:৫৪ এএম

ইসরাইলি আগ্রাসনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নীরবতা নিয়ে ইরানের তীব্র নিন্দা

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে বক্তব্য রাখছেন জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি। ফাইল ছবি

জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি সম্প্রতি ইরানি ভূখণ্ডে ইসরাইলের আগ্রাসনের নিন্দা করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ব্যর্থতার কঠোর সমালোচনা করেছেন এবং এই হামলাকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছেন।

নিরাপত্তা পরিষদের এক অধিবেশনে ভাষণ দেওয়ার সময় ইরানি প্রতিনিধি ইসরাইলি প্রতিনিধিদলের অংশগ্রহণের বিরোধিতা করেন এবং ইরানের ওপর চালানো হামলাগুলোকে — বিশেষত বেসামরিক পারমাণবিক স্থাপনাগুলোর ওপর — কোনো রকম উসকানি ছাড়াই সংঘটিত এবং জাতিসংঘ সনদ ও সংশ্লিষ্ট প্রস্তাবগুলোর সরাসরি লঙ্ঘন বলে অভিহিত করেন।

তিনি কাতারের কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা করেন, যা এই উত্তেজনা প্রশমনে সহায়ক হয়েছে, এবং জোর দিয়ে বলেন, যৌথ সমন্বিত কর্মপরিকল্পনা (জেসিপিওএ) নিয়ে ইসরাইলের কোনো অবস্থান গ্রহণের অধিকার নেই।

তিনি যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোর বিরুদ্ধে পরমাণু চুক্তি বারবার লঙ্ঘনের অভিযোগ এনে বলেন, তারা ইরানের প্রতিশ্রুতি নিয়ে সমালোচনা করার নৈতিক অবস্থান হারিয়েছে।

পারমাণবিক স্বচ্ছতা নিয়ে বৈষম্যের বিষয়টি তুলে ধরে ইরানি প্রতিনিধি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার পূর্ণ নজরদারির আওতায় পরিচালিত হলেও ইসরাইল তার গোপন পারমাণবিক অস্ত্রভাণ্ডারে কোনো ধরনের পরিদর্শন অনুমতি দিচ্ছে না।

বক্তব্যের শেষভাগে তিনি নিরাপত্তা পরিষদকে আহ্বান জানান—ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য এবং যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের বিরুদ্ধে ভণ্ডামির অভিযোগ এনে বলেন, এই দেশগুলো নিজেরা বিশাল পরমাণু অস্ত্রভাণ্ডার বজায় রেখেও ইসরাইলের লঙ্ঘনগুলোর প্রতি নীরব ভূমিকা পালন করছে।

এদিকে, কাতারে অবস্থিত মার্কিন আল-উদেইদ বিমানঘাঁটিতে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলাকে আত্মরক্ষার অধিকার হিসেবেই ব্যাখ্যা করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।


বুধবার এক বিবৃতিতে মুখপাত্র ইসমাইল বাকাঈ বলেন, পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠক শেষে প্রকাশিত বিবৃতির প্রেক্ষিতে ইরান এই মন্তব্য করছে।

তিনি বলেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরান ২০২৫ সালের ২২ জুন যুক্তরাষ্ট্রের আক্রমণাত্মক পদক্ষেপের জবাবে এবং জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে লঙ্ঘনের প্রতিক্রিয়ায় আল-উদেইদ ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে। এটি ছিল জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ইরানের বৈধ আত্মরক্ষার অধিকার প্রয়োগ।’

তিনি আরও বলেন, ‘এই পদক্ষেপ কোনোভাবেই কাতারের বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম সরকারের বিরুদ্ধে হিসেবে বিবেচিত হওয়া উচিত নয়।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম