গাজা যুদ্ধ বন্ধে ইসরাইলের ওপর চাপ দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৩০ জুন ২০২৫, ০১:২৪ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের জন্য ইসরাইলের কৌশল বিষয়ক মন্ত্রী রন ডারমারকে চাপে ফেলতে পারে যুক্তরাষ্ট্র, ইসরাইলি গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে জানিয়েছে আনাদোলু এজেন্সি। ডারমার বর্তমানে ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন।
এদিকে টাইমস অব ইসরাইল জানিয়েছে, যুদ্ধবিরতি নিয়ে প্রধান জটিলতা হলো হামাসের স্থায়ী যুদ্ধবিরতির দাবি এবং ইসরাইলের এমন এক চুক্তি করার চেষ্টা, যেখানে যুদ্ধ সাময়িকভাবে বন্ধ রাখা হলেও পরে পুনরায় শুরু করার সুযোগ থাকবে।
হারেৎজ পত্রিকা হোয়াইট হাউজের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা রন ডারমারকে গাজায় হামলা বন্ধ করা এবং বন্দি ইসরাইলিদের ফেরানোর বিষয়ে চুক্তিতে পৌঁছাতে চাপ দেবেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানাবেন, ইসরাইলের ‘হামাস নির্মূলের’ পরিকল্পনাটি ভবিষ্যতের জন্য রেখে দেওয়া যেতে পারে।
ইসরাইলের পত্রিকা ইয়েদিয়োথ আহরোনোথ জানিয়েছে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি বলেছেন, গাজায় ইসরাইলি জিম্মিদের উদ্ধারের বিষয়টিই এখন প্রধান লক্ষ্য, যা আগের ‘হামাস ধ্বংসের’ বক্তব্য থেকে অগ্রাধিকারের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
এ পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে গাজা যুদ্ধ বন্ধে এবং বন্দি বিনিময়ের মাধ্যমে একটি সমঝোতার দিকে যেতে তাগিদ দিচ্ছে যুক্তরাষ্ট্র, যাতে অব্যাহত যুদ্ধের কারণে সংকট আরও ঘনীভূত না হয়।

