Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরাইলি হামলায় ইরানের ৩০ শিক্ষার্থী ও ৭ শিক্ষক নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ১০:১৫ এএম

ইসরাইলি হামলায় ইরানের ৩০ শিক্ষার্থী ও ৭ শিক্ষক নিহত

ইরানের শিক্ষামন্ত্রী আলরেজা কাজেমি। ছবি: সংগৃহীত

ইসরাইলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে ইরানের ৩০ জন শিক্ষার্থী ও ৭ জন শিক্ষক নিহত হয়েছেন। ইরানের শিক্ষামন্ত্রী আলরেজা কাজেমি সংবাদমাধ্যমকে এ তথ্য জানান। খবর সংবাদ সংস্থা মেহের’র।

সংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আলরেজা কাজেমি বলেন, ইসরাইলের ১২ দিনের হামলায় ৩০ জন শিক্ষার্থী ও ৭ জন শিক্ষক নিহত হয়েছেন। 

তিনি বলেন, ‘যুদ্ধের সময় ছাত্র ও শিক্ষকদের জীবন রক্ষার জন্য তার মন্ত্রণালয় ব্যবস্থা নিয়েছে।  বিশেষ ও আকস্মিক পরিস্থিতির জন্য ১৪টি কমিটি তৈরি করা হয়েছে। ’

যুদ্ধবাজ ইসরাইল গত ১৩ জুন ইরানের বিরুদ্ধে আক্রমণ শুরু করে এবং ১২ দিন ধরে তেহরানের সামরিক, পারমাণবিক ও আবাসিক এলাকায় বিমান ও ড্রোন হামলা চালায়। ইসরাইলের সমর্থনে গত ২২ জুন যুক্তরাষ্ট্রও ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা- নাতাঞ্জ, ফোরদো ও ইস্ফাহানে বোমা হামলা চালায়।

ইসরাইলি হামলার পরপরই ইরানের সামরিক বাহিনী শক্তিশালী পাল্টা হামলা চালায়।  ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ফোর্স অপারেশন ‘ট্রু প্রমিজ থ্রি’-এর অংশ হিসেবে ইসরাইলের বিভিন্ন অঞ্চলে ২২ দফায় প্রতিশোধমূলক অভিযান চালায়। যেসব অভিযানে প্রায় ৪৫০ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। যার ফলে ইসরাইলি শহরগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

এরপর ২৪ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দুদেশের মধ্যে ১২ দিন ধরে চলা যুদ্ধের অবসান হয়। ২৪ জুন থেকে কার্যকর হওয়া মার্কিন-সমর্থিত যুদ্ধবিরতির অধীনে এ সংঘর্ষ বন্ধ হয়ে যায়।

ঘটনাপ্রবাহ: ইরান-ইসরাইল সংঘাত


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম