ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ইরাকের কিরকুক বিমানবন্দরে সামরিক সেকশনে দুটি রকেট আঘাত হেনেছে। সোমবার (৩০ জুন) রাতের এ হামলায় দুই নিরাপত্তা কর্মী সামান্য আহত হন বলে এএফপিকে জানিয়েছেন একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা।
এছাড়া আরেকটি রকেট কিরকুক শহরের একটি বাড়িতে আঘাত হানে, এতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা বলেন, কিরকুক বিমানবন্দরের সামরিক সেকশনে দুটি কাতিউশা রকেট আঘাত হানে। এতে দুই নিরাপত্তা কর্মী সামান্য আহত হন।
কর্মকর্তার মতে, একটি রকেট বিস্ফোরিত হয়নি।
তিনি আরও বলেন, তৃতীয় রকেটটি উরুবা পাড়ার একটি বাড়িতে আঘাত হানে, যার ফলে বাড়িটির কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।
কিরকুকের বিমানবন্দরের সামরিক সেক্টরে ইরাকি সেনাবাহিনী, ফেডারেল পুলিশ এবং হাশেদ আল-শাবির ঘাঁটি রয়েছে।
কিরকুক আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দরের কোনো ক্ষতি হয়নি এবং হামলার কারণে বিমান চলাচলও ব্যাহত হয়নি।
এদিকে এই রকেট হামলায় দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। সূত্র: হিন্দুস্তান টাইমস
