Logo
Logo
×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে নাইট ক্লাবের বাইরে বন্দুক হামলা, হতাহত ১৮

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ১০:১৫ এএম

যুক্তরাষ্ট্রে নাইট ক্লাবের বাইরে বন্দুক হামলা, হতাহত ১৮

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলীয় ইলিয়ন অঙ্গরাজ্যের শিকাগো শহরের একটি নাইটক্লাবের বাইরে বন্দুক হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন।  এছাড়া আহত হয়েছেন অন্তত ১৪ জন। 

স্থানীয় সময় বুধবার (২ জুলাই) রাত ১১টার দিকে শিকাগোর রিভার নর্থ এলাকার দ্য আর্টিস লাউঞ্জ নাইটক্লাবের বাইরে এ দুর্ঘটনা ঘটে। 

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সংগীত শিল্পী ও র্যাপার মেলো বিবাকজের গানের অ্যালবাম উন্মোচন পার্টি শেষে নাইটক্লাবের বাইরে লোকজনের ভিড় জমেছিল।

শিকাগোর কমিউনিটি নিরাপত্তা বিষয়ক মেয়রের কার্যালয় নাইট ক্লাবের বাইরে গুলির ঘটনায় হতাহতের তথ্য নিশ্চিত করে বলেছে, স্থানীয় সময় বুধবার রাত ১১টার দিকে দ্য আর্টিস লাউঞ্জ নাইটক্লাবের সংগীত শিল্পী ও র্যাপার মেলো বিবাকজের একটি অনুষ্ঠান চলছিল। সেই অনুষ্ঠান শেষে নাইটক্লাবের বাইরে লোকজনের আড্ডা দেওয়ার সময় গুলির ঘটনা ঘটে।

পুলিশ বলেছে, পশ্চিম শিকাগো এভিনিউয়ে একটি কালো রঙের গাড়ি ক্লাবটির পাশ দিয়ে যাওয়ার সময় গাড়ির ভেতরে থাকা এক ব্যক্তি বাইরে দাঁড়িয়ে থাকা লোকজনকে লক্ষ্য করে গুলি ছোড়ে।  গুলি করার পর গাড়িটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

শিকাগো পুলিশ বলেছে, এই ঘটনায় ২০ ও ৩০ বছর বয়সি বেশ কয়েকজন কয়েকজন নারী-পুরুষ আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। দেশটির সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গুলিবিদ্ধ আটজনের অবস্থা বর্তমানে স্থিতিশীল। 

শিকাগো পুলিশের এক কর্মকর্তা বলেছেন, আহতদের উদ্ধারের পর স্থানীয় একাধিক হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৪ বছর বয়সি পুরুষ বুকে গুলিবিদ্ধ হয়েছিলেন। এছাড়া ২৫ বছর বয়সি এক তরুণ মাথায় গুলিবিদ্ধ হন। আরও দুই প্রাপ্তবয়স্ক নারী বুকে গুলিবিদ্ধ হয়েছিলেন। হাতপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারাও মারা গেছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম