পাকিস্তানে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ১১:৫৮ এএম

পাকিস্তানে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৬ । ছবি: সংগৃহীত
ফলো করুন |
|
---|---|
পাকিস্তানের কোট আদ্দুর লঙ্গার সরাইয়ের কাছে দ্রুতগামী যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে নারী ও শিশুসহ ছয়জন নিহত হয়েছেন ।এতে আহত হয়েছেন আরও ১৮ জন।
দ্রুতগামী বাসটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়।এতে বাসচালকসহ দুইজন নারী এবং দুই শিশু ঘটনাস্থলেই মারা গেছেন।
এ ঘটনায় আঠারো জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে দশজনকে মুলতানের নিশতার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নিহতদের লাশ এবং আটজন আহতকে মুজাফফরগড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ ও উদ্ধারকারী দল তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে জরুরি উদ্ধার কাজে অংশ নেন। উদ্ধার কর্মকর্তাদের মতে, বাসটি আলিপুর থেকে লাহোরের দিকে যাচ্ছিল।