Logo
Logo
×

আন্তর্জাতিক

গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৭৮ ফিলিস্তিনি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ০৯:১৮ এএম

গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৭৮ ফিলিস্তিনি

সংগৃহীত ছবি

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শনিবার নিশ্চিত করেন, গাজা যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনার জন্য ইসরাইল একটি আলোচক দল কাতারে পাঠাচ্ছে। এমন দিনেও তারা বর্বর হামলা চালিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, দখলদারদের হামলায় গত ২৪ ঘণ্টায় ৭৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

নেতানিয়াহুর দপ্তর জানিয়েছে, রবিবার আলোচনা দলের সদস্যরা কাতারের রাজধানী দোহায় যাবেন। প্রধানমন্ত্রীর নির্দেশে তারা ‘ঘনিষ্ঠ আলোচনা’-এর আমন্ত্রণ গ্রহণ করেছেন। কাতার আগেও ইসরায়েল ও হামাসের মধ্যে মধ্যস্থতা করেছে। এই নতুন আলোচনা এমন এক সময়ে শুরু হচ্ছে যখন আন্তর্জাতিক মহলে যুদ্ধবিরতি নিয়ে চাপ বাড়ছে।

আল জাজিরা জানাচ্ছে, এমন দিনেও বিমান হামলা চালিয়েছে ইসরা্ইল। জায়ানিস্টদের সেনারা গাজার খান ইউনিস, নুসেইরাত এবং গাজা সিটিসহ অন্যান্য জায়গায় হামলা চালালে ৭৮ জনের হতাহতের ঘটনা ঘটে। আশ্রয়কেন্দ্র, তাঁবুসহ বর্তমানে খাদ্য সহায়তা কেন্দ্রগুলোতেও নেতানিয়াহু বাহিনী বর্বর হামলা অব্যাহত রেখেছে।  

চলতি বছরের ১৮ মার্চ ইসরাইল হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ভেঙে ফের হামলা শুরু করে। এরপর এখন পর্যন্ত অন্তত ৬,৮৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ২৩,৯১৬ জনেরও বেশি আহত হয়েছেন।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া যুদ্ধের পর থেকে ইসরাইলি বাহিনীর হামলায় কমপক্ষে ৫৭,৪০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ১,৩৫,৯৫৭ জন আহত হয়েছেন। এছাড়া হাজার হাজার মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম