Logo
Logo
×

আন্তর্জাতিক

যুক্তরাজ্যে উড্ডয়নের পরই বিমান বিধ্বস্ত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ০৮:১০ এএম

যুক্তরাজ্যে উড্ডয়নের পরই বিমান বিধ্বস্ত

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের দক্ষিণপশ্চিম ইংল্যান্ডের এসেক্স জেলার সাউথএন্ড বিমানবন্দরে উড্ডয়নের পরেই বিধ্বস্ত হয়েছে একটি বিচক্র্যাফট বি ২০০ বিমান। স্থানীয় সময় রোববার (১৩ জুলাই) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

এসেক্স পুলিশ এক বিবৃতিতে জনিয়েছে, ‘আমরা জানতে পেরেছি যে বিকেল ৪টার দিকে সাউথেএন্ড বিমানবন্দরে ১২ মিটার দীর্ঘ একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। আমাদের পুলিশ সদস্যরা এবং জরুরি পরিষেবা কর্মীরা বর্তমানে ঘটনাস্থলে আছেন এবং নিজ নিজ দায়িত্ব পালন করছেন। আরও বেশ কয়েক ঘণ্টা তারা সেখানে থাকবেন।’

বিবৃতিতে বলা হয়, ‘সাধারণ লোকজনকে অনুরোধ করছি যে যতক্ষণ আমাদের কাজ চলবে— ততক্ষণ যেন তারা বিমানবন্দর এলাকা এড়িয়ে চলেন।’

বিচক্র্যাফট বি ২০০ একপ্রকার ছোট উড়োজাহাজ। ২জন পাইলট এবং সর্বোচ্চ ৯ জন যাত্রী নিয়ে বিমানটি উড়তে পারে। দুর্ঘটনার সময় উড়োজাহাজটিতে কতজন যাত্রী ছিল কি না— তা জানায়নি পুলিশ। এমনকি দুর্ঘটনায় হতাহতের সংখ্যা সম্পর্কেও জানা যায়নি। 

বিমানবন্দর সূত্রে জানা গেছে, রোববার বিকেল ৪টার দিকে সাউথএন্ড বিমানবন্দর থেকে নেদারল্যান্ডসের উদ্দেশে রওনা হয়েছিল বিমানটি; কিন্তু ওড়ার পরমুহূর্তেই তা ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে বিস্ফোরণে দাউদাউ করে জ্বলে ওঠে বিমানের ভগ্নাবশেষ। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক।

আগুন নেভাতে বিমানবন্দরে কর্মীবাহিনী পাঠিয়েছে এসেক্স কাউন্টি ফায়ারসার্ভিস। এসেক্সভিত্তিক অ্যাম্বুলেন্স পরিষেবা সংস্থা দ্য ইস্ট অব ইংল্যান্ড জানিয়েছে, ইতোমধ্যে ঘটনাস্থলে একটি এয়ার অ্যাম্বুলেন্সসহ চারটি অ্যাম্বুলেন্স পাঠিয়েছে সংস্থাটি।

কী কারণে এই দুর্ঘটনা ঘটল— তা এখনও জানা যায়নি। এদিকে দুর্ঘটনার পর বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এক বার্তায় সাউথএন্ড বিমানবন্দরের কর্তৃপক্ষ বলেছে, পরবর্তী নোটিশ আসার আগ পর্যন্ত বন্ধ থাকবে বিমানবন্দর।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম