Logo
Logo
×

আন্তর্জাতিক

ফিলিস্তিনি রাষ্ট্র তৈরি হতে দেবে না ইসরাইল: প্রতিরক্ষামন্ত্রী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ১১:৩৭ এএম

ফিলিস্তিনি রাষ্ট্র তৈরি হতে দেবে না ইসরাইল: প্রতিরক্ষামন্ত্রী

ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনি রাষ্ট্রকে নিজেদের জন্য হুমকি হিসেবে দেখে ইসরাইল। যার ফলে দেশটি ফিলিস্তিনি রাষ্ট্র তৈরি হতে দেবে না। 

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ফিলিস্তিনের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় এসব মন্তব্য করেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ।  খবর সংবাদ সংস্থা তাস’র। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইসরাইল কাটজ লেখেন, ‘আমরা এমন একটি ফিলিস্তিনি সত্তা তৈরি হতে দেব না যা আমাদের নিরাপত্তার ক্ষতি করে, আমাদের অস্তিত্ব ও ঝুঁকির মুখে ফেলে এবং ইসরাইলি ভূমিতে আমাদের ঐতিহাসিক অধিকার লঙ্ঘন করে। এই গুরুতর হুমকি প্রতিরোধে আমরা সকলেই ঐক্যবদ্ধ।’

তিনি ম্যাক্রোঁর এই সিদ্ধান্তকে ‘সন্ত্রাসবাদের কাছে লজ্জাজনক আত্মসমর্পণ সেইসঙ্গে খুনি ও ধর্ষক হামাসকে সমর্থন ও পুরষ্কৃত করা’ অভিহিত করে তীব্র নিন্দা করেছেন। 

এর আগে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রেসিডেন্ট ম্যাক্রোঁর ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন।  এবং এই সিদ্ধান্তকে ‘এমন একটি পদক্ষেপ যা  সন্ত্রাসকে পুরস্কৃত করে এবং আরেকটি ইরানি প্রক্সি তৈরির ঝুঁকি’ বলে অভিহত করেছেন। 

বুধবার (২৪ জুলাই) রাতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, প্যারিস জাতিসংঘের সাধারণ পরিষদের সেপ্টেম্বরের অধিবেশনে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে।

তার মতে, আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল গাজায় যুদ্ধের অবসান ঘটানো এবং বেসামরিক নাগরিকদের ত্রাণ প্রদান করা।

ফরাসি এই প্রেসিডেন্ট ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের নিরস্ত্রীকরণ নিশ্চিত করার পাশাপাশি গাজার নিরাপত্তা ও পুনরুদ্ধার নিশ্চিত করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছিলেন। 

ম্যাক্রোঁ বলেন, ‘অবশেষে, আমাদের ফিলিস্তিন রাষ্ট্র গড়ে তুলতে হবে। হামাসকে নিরস্ত্রীকরণ ও ইসরাইলকে সম্পূর্ণরূপে স্বীকৃতি দিয়ে এর কার্যকারিতা নিশ্চিত করতে হবে।’

এর আগে গত ৯ এপ্রিল ম্যাক্রোঁ ঘোষণা করেন, ফ্রান্স জুন মাসে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে।

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে আয়ারল্যান্ড, স্পেন এবং নরওয়ে ২০২৪ সালে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়। সোভিয়েত ইউনিয়ন, যার বৈধ উত্তরসূরি রাশিয়া ১৯৮৮ সালে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম