Logo
Logo
×

আন্তর্জাতিক

রাশিয়ার সঙ্গে বন্দি বিনিময়ের প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১২:১৬ পিএম

রাশিয়ার সঙ্গে বন্দি বিনিময়ের প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মস্কোর সঙ্গে বন্দি বিনিময়ের জন্য কিয়েভ একটি তালিকা তৈরি করছে। গত মাসে তুরস্কে অনুষ্ঠিত সবশেষ বৈঠকে উভয় পক্ষ এই চুক্তিতে একমত হয়েছিল।  খবর আনাদোলু’র। 

জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের সচিব রুস্তেম উমেরভ এবং প্রেসিডেন্টের কার্যালয়ের প্রধান আন্দ্রি ইয়েরমাকের সঙ্গে তুরস্কের ইস্তাম্বুলে সম্পাদিত চুক্তি বাস্তবায়নের বিষয়ে বৈঠকের পর জেলেনস্কির এ মন্তব্য সামনে এলো। 

তৃতীয় দফা আলোচনার পর ইউক্রেন আগস্টের শেষের আগে রাষ্ট্রপ্রধানদের একটি বৈঠকের প্রস্তাব করেছিল এবং উভয় পক্ষ যুদ্ধবন্দি বিনিময় অব্যাহত রাখার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছিল।

বৈঠকে রুশ প্রতিনিধিদলের নেতৃত্বদানকারী ভ্লাদিমির মেডিনস্কি আলোচনার পর এক সংবাদ সম্মেলনে বলেন, উভয় পক্ষই প্রতিটি পক্ষের ১ হাজার ২০০ যুদ্ধবন্দির সঙ্গে পূর্ববর্তী বিনিময় সম্পন্ন করেছে এবং একই বিন্যাসে তারা নতুন বন্দি বিনিময়ের বিষয়েও একমত হয়েছে। 

এ বিষয়ে ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন,  ‘প্রধান বিষয়গুলোর মধ্যে রয়েছে যুদ্ধবন্দি বিনিময় অব্যাহত রাখা। ১,২০০ জনকে বিনিময়ের জন্য একটি চুক্তি হয়েছে এবং তালিকা তৈরির কাজ চলছে।’

এতে তিনি আরও উল্লেখ করেন, ইস্তাম্বুল আলোচনায় ইউক্রেনের প্রতিনিধিদলের নেতৃত্বদানকারী উমেরভ তাকে রাশিয়ান প্রতিনিধির সঙ্গে যোগাযোগের বিষয়ে জানিয়েছিলেন।

জেলেনস্কি আরও বলেন, ‘আমরা আমাদের বেসামরিক নাগরিকদের প্রত্যাবর্তন বন্ধ করার জন্যও কাজ করছি এবং প্রতিটি ব্যক্তির তথ্য যাচাই করছি।’

তিনি জানান, ‘ইয়ারমাক তাকে কিয়েভের কূটনৈতিক প্রচেষ্টা, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্যান্য বিষয়গুলো সমর্থনে ইউক্রেনের অংশীদারদের সঙ্গে সমন্বয়ের বিষয়ে রিপোর্ট করেছেন।

আরও পড়ুন: ইউক্রেনে একদিনে ১,২৫০ সেনা নিহত, দাবি রাশিয়ার

আরও পড়ুন: মস্কো সফরে যাচ্ছেন ট্রাম্পের দূত স্টিভ উইটকফ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম