Logo
Logo
×

আন্তর্জাতিক

তরতরিয়ে বাড়ছে আফগানি মুদ্রার মান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ০৫:৪৯ পিএম

তরতরিয়ে বাড়ছে আফগানি মুদ্রার মান

ছবি: সংগৃহীত

গত চার বছরে বৈদেশিক মুদ্রার বিপরীতে আফগানি মুদ্রার মান প্রায় ২১ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। খবর তোলো নিউজের।

ব্যাংক কর্মকর্তারা জানান, দেশের অর্থনীতি স্থিতিশীল করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে আফগানি মুদ্রার মান শক্তিশালী করা, ব্যাংকিং খাতের সম্প্রসারণ এবং আর্থিক সহায়তা বাড়ানো।

ব্যাংকের মুখপাত্র হাসিবুল্লাহ নূরী বলেন, উপযুক্ত আর্থিক নীতি বাস্তবায়নের মাধ্যমে তারা আফগানির মান সুরক্ষিত রাখতে সক্ষম হয়েছেন এবং মুদ্রাবাজারে বড় ধরনের ওঠানামা প্রতিরোধ করেছেন।

তিনি বলেন, ‘গত এক বছরে আফগানি মুদ্রার মান বৈদেশিক মুদ্রার বিপরীতে, বিশেষ করে ডলারের বিপরীতে, ০.৭৯ শতাংশ ইতিবাচক পরিবর্তন দেখিয়েছে, যা আফগানির স্থিতিশীলতার প্রমাণ। আমাদের প্রচেষ্টা হচ্ছে আফগানিকে আরও স্থিতিশীল রাখা এবং বড় ধরনের অস্থিরতা প্রতিরোধ করা।’

নূরী জোর দিয়ে বলেন, ব্যাংকিং খাত ও আন্তর্জাতিক ব্যাংকের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বর্তমানে আফগানিস্তান ব্যাংক ২০০টি আন্তর্জাতিক ব্যাংকের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে এবং বৈশ্বিক ব্যাংকিং যোগাযোগ আরও সম্প্রসারণে কাজ করছে, যাতে ব্যবসায়ীরা আন্তর্জাতিক আর্থিক লেনদেন সহজে করতে পারেন।

তবে অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করেন, গত চার বছরের ব্যাংকিং সীমাবদ্ধতার প্রেক্ষাপটে আন্তর্জাতিক ব্যাংকের সঙ্গে সম্পর্ক সম্প্রসারণ এ সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাদের মতে, আফগানির মান সুরক্ষায় বিকল্প আর্থিক রিজার্ভ বা সহায়তার পথ খুঁজে বের করা জরুরি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম