Logo
Logo
×

আন্তর্জাতিক

বিবিসির বিশ্লেষণ

চীনের প্রযুক্তিগত অগ্রগতি, তবে কার্যকরী সক্ষমতায় এগিয়ে যুক্তরাষ্ট্র

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০১ পিএম

চীনের প্রযুক্তিগত অগ্রগতি, তবে কার্যকরী সক্ষমতায় এগিয়ে যুক্তরাষ্ট্র

বহুল আলোচিত প্যারেডে চীনা সেনারা। ছবি: সংগৃহীত

আজকের সামরিক কুচকাওয়াজে স্পষ্ট হয়েছে, চীন দ্রুত যুক্তরাষ্ট্রের সামরিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে ফেলছে এবং বিপুল অস্ত্রভাণ্ডার গড়ে তোলার মতো সম্পদও তাদের রয়েছে। তবে কার্যকরী সক্ষমতা ও যুদ্ধ পরিচালনার কৌশলে এখনো যুক্তরাষ্ট্র এগিয়ে আছে বলে বিশেষজ্ঞরা মন্তব্য করেছেন।

সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির সামরিক রূপান্তর কর্মসূচির সহকারী অধ্যাপক মাইকেল রাস্কা বলেন, ‘যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে এমন একটি সংস্কৃতি রয়েছে, যেখানে মাটিতে অবস্থানরত ইউনিটগুলোকে সিদ্ধান্ত নেওয়ার ও নতুনত্ব আনার স্বাধীনতা দেওয়া হয়। অন্যদিকে চীনে সবকিছুই শীর্ষ থেকে নির্দেশনার ওপর নির্ভরশীল।’

তিনি আরও বলেন, ‘আপনার কাছে আধুনিক প্ল্যাটফর্ম ও দৃষ্টিনন্দন অস্ত্র থাকতে পারে, কিন্তু শীর্ষ পর্যায়ের নির্দেশ না এলে সেগুলো কোনোভাবেই কাজে লাগবে না।’


রাস্কার মতে, যুক্তরাষ্ট্রের সেনারা যুদ্ধে কার্যকর কারণ তাদের কৌশল মূলত ‘নিচ থেকে ওপরে’—যেখানে পরিস্থিতির পরিবর্তন অনুযায়ী ইউনিটগুলো নিজেরাই সিদ্ধান্ত নিতে পারে। এর ফলে তারা যেকোনো যুদ্ধে বেশি চটপটে ও উদ্ভাবনী ভূমিকা রাখতে সক্ষম হয়।

চীন সম্পর্কে তিনি মন্তব্য করেন, ‘কার্যকরী পর্যায়ে অনেক সময় দেখা যায় তারা যতটা দক্ষতার দাবি করে, বাস্তবে ততটা নয়।’ 

তিনি উদাহরণ টেনে বলেন, গত মাসে ফিলিপাইনের কোস্টগার্ডকে ঠেকাতে গিয়ে চীনা দুটি জাহাজ নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েছিল।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম