Logo
Logo
×

আন্তর্জাতিক

আদিয়ালা কারাগারের বাইরে ইমরান খানের বোন আলিমা খানের ওপর ডিম নিক্ষেপ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৯ পিএম

আদিয়ালা কারাগারের বাইরে ইমরান খানের বোন আলিমা খানের ওপর ডিম নিক্ষেপ

আদিয়ালা কারাগারের বাইরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় আলিমা খানের ওপর ডিম নিক্ষেপ করা হয়। ছবি: জিও নিউজ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের বোন আলিমা খানের ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার আদিয়ালা কারাগারের বাইরে এ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এক প্রতিবেদনে এ খবর দিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, তোশাখানা মামলার শুনানিতে যোগ দিতে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন আলিমা খান। সে সময় দুই নারী তার দিকে ডিম ছুড়ে মারেন। প্রথমে হতভম্ব হয়ে গেলেও দ্রুত নিজেকে সামলে নিয়ে আলিমা বলেন, ‘আমরা পরোয়া করি না, আমাদের ওপর হামলা হবে তা আমরা আগেই জানতাম।’

ঘটনার পর তিনি সংক্ষিপ্তভাবে সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেন এবং অস্বস্তিকর প্রশ্ন এড়াতে দ্রুত গাড়িতে উঠে চলে যান।

পুলিশি পদক্ষেপ ও প্রতিবাদ

ঘটনায় উপস্থিত পিটিআই নেত্রী সীমাবিয়া তাহিরসহ দলীয় কর্মীরা তীব্র প্রতিবাদ জানান। পুলিশ তৎক্ষণাৎ ওই দুই নারীকে আটক করে আদিয়ালা থানায় নিয়ে যায়।


পুলিশ জানায়, আটক নারীরা খাইবার পাখতুনখোয়া থেকে আসা সরকারি কর্মচারী সংগঠনের সদস্য। তারা মুখ্যমন্ত্রী আলি আমিন গান্ডাপুরের বিরুদ্ধে বেতন বিলম্ব ও অন্যান্য অনিয়মের প্রতিবাদ করতে এসেছিলেন। আলিমা খান তাদের প্রশ্নের জবাব না দেওয়ায় ডিম নিক্ষেপের ঘটনা ঘটে।

পিটিআইর প্রতিক্রিয়া

ঘটনার নিন্দা জানিয়ে পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলি খান বলেন, “কেউ ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি উত্তপ্ত করার জন্য পিটিআই প্রতিষ্ঠাতার পরিবারের ওপর হামলার পথ বেছে নিয়েছে।”

তিনি জোর দিয়ে বলেন, এ ধরনের শারীরিক হামলার ঘটনা প্রথমবার ঘটল এবং ইমরান খানের পরিবারের জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।


আলিমার বক্তব্যে ইমরানের বার্তা

ডিম নিক্ষেপের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপে আলিমা জানান, সামাজিক মাধ্যমে ইমরানের স্বাস্থ্যের নানা গুজব ছড়াচ্ছে বলে তিনি তাকে অবহিত করেছেন। জবাবে ইমরান বলেন, কানের সমস্যা গুরুতর নয়, আর চোখের জন্য ওষুধ প্রেসক্রাইব করেছেন চিকিৎসকরা।

তিনি আরও জানান, ইমরান খানের মতে তিনি সুস্থ আছেন এবং কোনো অভিযোগ নেই। ইমরান দেশজুড়ে বন্যার ক্ষতিতে ফসল ধ্বংস হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

এছাড়া তিনি আফগান শরণার্থীদের জোরপূর্বক উচ্ছেদে দুঃখ প্রকাশ করে তাদেরকে “আমাদের ভাই” হিসেবে উল্লেখ করেন এবং মনে করিয়ে দেন, সম্প্রতি আফগানিস্তানেও ভূমিকম্পে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম