Logo
Logo
×

ইসলাম ও জীবন

পুরুষের রোজগারে কার হক বেশি?

Icon

শায়খ আহমাদুল্লাহ

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ০৩:৫০ পিএম

পুরুষের রোজগারে কার হক বেশি?

শায়খ আহমাদুল্লাহ। ফাইল ছবি

একজন পুরুষের রোজগারের পর্যায়ক্রমে কার হক বেশি? স্ত্রী-সন্তানের নাকি মা বাবা ভাই বোনের। হক আদায় করার ক্ষেত্রে মা-বাবার সঙ্গে কারও কোনো তুলনা চলে না। হক আদায় করা মানে কিন্তু শুধু টাকা-পয়সা খরচ করা না। 

আল্লাহ ও তার রাসূল (স.)-এর পর সর্বোচ্চ শ্রদ্ধা এবং ভালোবাসা পাওয়ার হকদার মা-বাবা। মা-বাবার চেয়ে বেশি ভালোবাসা পাওয়ার হকদার পৃথিবীতে আর কেউ নাই। 

কিন্তু অর্থ ব্যয়ের ব্যাপারটা একটু ভিন্ন। স্ত্রী যদি থাকে তাহলে প্রত্যেক স্বামীর ওপর কর্তব্য তার স্ত্রীর ভরণ-পোষণের ব্যবস্থা করা। মা-বাবার যদি টাকা পয়সার অভাব না থাকে নিজেদের যা আছে সেটা দিয়ে যদি তারা চলতে পারেন, তাহলে শরীয়ত সন্তানের ওপরে বাবা-মার ভরণ পোষণ দেওয়াটা ফরজ করেনি। কিন্তু মা-বাবার প্রতি শ্রদ্ধা দেখানো তাদের জন্য অর্থকড়ি নফল হিসেবেও খরচ করা, এটা আমৃত্যু এমকি মৃত্যুর পরেও করতে হবে। 

স্ত্রীর সঙ্গে যতদিন বৈবাহিক সম্পর্ক থাকে ততদিন। বৈবাহিক সম্পর্ক না থাকলে তখন আর তার ভরণ-পোষণ আবশ্যক হবে না। তবে মা-বাবার ওপরে স্ত্রীর অগ্রাধিকার দেয়নি শরিয়ত। 

কিন্তু খরচের যদি ব্যাপার হয়- সেক্ষেত্রে স্ত্রী তো অন্যের ঘর থেকে এসেছে আপনার ঘরে। অতএব তার সম্পূর্ণ দায় দায়িত্ব আপনার। আপনি তার ভরণ-পোষণের ব্যাবস্থা করে দেবেন। মা-বাবার জন্যও খরচ করবেন। যদি মা-বাবার কোনো ইনকাম সোর্স না থাকে বা আপনি না দিলে তারা চলতে পারবে না, তাহলে মা-বাবার জন্য খরচ করা আপনার জন্য কর্তব্য হবে। 

মা-বাবার অর্থ-সম্পদ না থাকলে তাদের জন্য খরচ করা কর্তব্য হবে। তবে স্ত্রীর অর্থ-সম্পদ থাকুক বা না থাকুক তার জন্য খরচ করাই স্বামীর কর্তব্য।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম