ইসলাম
ইসলাম একটি শান্তির ধর্ম যা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর মাধ্যমে সপ্তম শতাব্দীতে আরব উপদ্বীপে প্রবর্তিত হয়। মুসলমানদের বিশ্বাস অনুযায়ী, ইসলাম ধর্ম একমাত্র স্রষ্টা আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্যের শিক্ষা দান করে। আল-কুরআন ইসলাম ধর্মের মূল ধর্মগ্রন্থ, যেখানে মানব জীবনের সব দিক নির্দেশনা রয়েছে। ইসলামের পাঁচটি স্তম্ভ—শাহাদা (ঈমান), সালাত (নামাজ), সাওম (রোজা), জাকাত (দান) ও হজ একটি ইসলামী জীবন বিধানের ভিত্তি হিসেবে বিবেচিত হয়।
ইসলাম এমন এক জীবনব্যবস্থা, যেখানে সহানুভূতি, দয়া, দায়িত্ববোধ, ন্যায়বিচার ও পারস্পরিক শ্রদ্ধার গুরুত্ব অপরিসীম। কুরআনের প্রতিটি নির্দেশনা মানুষের কল্যাণে এবং সমাজে ভারসাম্য রক্ষার জন্য। শিশু, নারী, অসুস্থ ব্যক্তি, প্রতিবেশী, পশু—সবার প্রতি সদ্ব্যবহার ইসলামের শিক্ষা।