রমজান মাস মুসলিম বিশ্বের জন্য পবিত্রতম সময়, যেখানে রোজা, ইবাদত ও দান-সদকার মাধ্যমে আত্মিক পরিশুদ্ধি অর্জন করা হয়। এ মাসে কোরআন নাজিল হয় এবং মুসলমানরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও খারাপ কাজ থেকে বিরত থাকে। ইফতার, তারাবি ও লাইলাতুল কদরের গুরুত্ব ছাড়াও রমজান সামাজিক সহানুভূতি, সংযম ও একতার অনন্য বার্তা দেয়।