ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
মানুষ যতই শক্তিশালী হোক না কেন, জীবনের কোনো একটি জায়গায় গিয়ে সে বুঝতে পারে— তার সামর্থ্য সীমিত, আর আল্লাহর সাহায্যই প্রকৃত শক্তি। অনেক সময় কাজ এত কঠিন হয়ে ওঠে যে, মন ভেঙে যেতে চায়, চিন্তা ভারি হয়ে যায়, আর শক্তি কমে আসে। তখন একজন মুমিনের সবচেয়ে বড় অবলম্বন হলো দোয়া। কারণ দোয়া মানুষের দুর্বলতাকে শক্তিতে, ভয়ের জায়গাকে শান্তিতে এবং কঠিন কাজকে সহজতায় পরিণত করতে পারে।
তাই কঠিন কাজকে সহজ করতে রাসুলুল্লাহ (সা.)–এর শিখানো একটি দোয়া তুলে ধরা হলো—
اللَّهُمَّ لا سَهْلَ إِلا مَا جَعَلْتَهُ سَهْلا، وَأَنْتَ إِنْ شِئْتَ جَعَلْتَ الْحَزَنَ سَهْلا
উচ্চারণ: আল্লাহুম্মা, লা-সাহলা ইল্লা মা ঝা‘আলতাহু সাহলান। ওয়া আনতা ইন শিয়্তা ফ'আলতাল হাযানা সাহলান।
অর্থ: ‘হে আল্লাহ! আপনি যা সহজ করেন তা ছাড়া কিছুই সহজ নয়। আর আপনি ইচ্ছা করলে সুকঠিনকে সহজ করেন।’ (সহীহ ইবনু হিব্বান ৩/২৫৫, আহাদিসুল মুখতারাহ ৫/৬২, ৬৩)
দুশ্চিন্তা ও কঠিনতা সহজ করতে ছোট ছোট আরও দু’টি দোয়া পড়া যায়। তাহলো—
حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ
উচ্চারণ: ‘হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল।’
অর্থ: ‘আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, তিনিই সর্বোত্তম কর্মবিধায়ক।’ (সুরা আল-ইমরান: আয়াত ১৭৩)
সমস্যার সময় বেশি বেশি এ দোয়া পড়া—
رَبِّ يَسِّرْ وَلَا تُعَسِّرْ، وَتَمِّمْ بِالْخَيْرِ
উচ্চারণ: ‘রাব্বি ইয়াস্সির ওয়া লা তুআ’স্সির, ওয়া তামমিম বিলখাইরি।’
অর্থ: ‘হে আমার রব! সহজ করে দিন, কঠিন করবেন না; এবং সকল কাজ উত্তমভাবে সম্পন্ন করুন।’
এই দোয়াগুলো যেসব সময় পড়বেন
✔ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময়
✔ কঠিন পরীক্ষা/ইন্টারভিউর আগে
✔ কাজের চাপ ও দুশ্চিন্তায়
✔ কোনো সমস্যা সমাধানের চেষ্টা চললে
✔ ভয়, অস্থিরতা বা দুর্বলতার মুহূর্তে
কঠিনতা দুনিয়ার নিয়ম, আর সহজতা আল্লাহর রহমত। যে ব্যক্তি তার সমস্যার দিকে তাকায়—ওটা বড় মনে হয়; কিন্তু যে ব্যক্তি সমস্যার চেয়ে আল্লাহর দিকে তাকায়—তার কাছে সমস্যা ছোট হয়ে যায়। দোয়া শুধু মুখের উচ্চারণ নয়, এটি একটি বিশ্বাস— আল্লাহ আছেন, তিনি শুনছেন এবং তিনিই সমস্যা সহজ করে দেবেন। আল্লাহ আমাদের সবার কঠিন কাজ সহজ করে দিন, দুশ্চিন্তাকে শান্তিতে পরিণত করুন এবং জীবনের প্রতিটি পদক্ষেপে তাঁর সাহায্য লাভের তাওফিক দিন। آمين يا رب العالمين
