Logo
Logo
×

ইসলাম ও জীবন

যে সঙ্গী জীবন বদলে দেয়

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:১৭ পিএম

যে সঙ্গী জীবন বদলে দেয়

প্রতীকী ছবি

জন্মগতভাবে মানুষ সামাজিক জীব। জীবনযাত্রার প্রতিটি বাঁকে আমরা কারও না কারও সঙ্গ চাই—আনন্দে, দুঃখে, সিদ্ধান্তের মুহূর্তে কিংবা একাকিত্বে। কিন্তু সবাই সঙ্গ দেওয়ার যোগ্য নয়। ভুল সঙ্গ একজন মানুষকে বিপথে নিয়ে যেতে পারে, আর ভালো সঙ্গ তাকে আলোর পথে দাঁড় করায়। তাই কার সঙ্গে চলছি, কার কথা শুনছি, কার মাধ্যমে প্রভাবিত হচ্ছি—এসবই আমাদের চরিত্র, জীবনদর্শন ও আখিরাত নির্ধারণ করে। ইসলামের দৃষ্টিতে সৎ সঙ্গীর মূল্য এতটাই গুরুত্বপূর্ণ যে, কুরআন ও হাদিসে বারবার এ বিষয়ে সতর্ক করা হয়েছে। কারণ ভালো মানুষ মানুষকে উত্তম বানায়, আর খারাপ মানুষ ধীরে ধীরে অন্যদের নিজের মতো করে ফেলে।

প্রকৃত সঙ্গী কেমন হওয়া উচিত?

কাকে সঙ্গী বানাবেন এ প্রসঙ্গে প্রাচীন জ্ঞানীদের চমৎকার একটি উপদেশ ছিল এমন—

لا تصاحب إلا من له دين يردعه، أو عقل يمنعه، أو مروءة ترفعه، فإن وجدتها في رجل مجتمعة فأحسن صحبته والزم مودته، فبالدين تصلح آخراك، وبالعقل تصلح دنياك، وبالمروءة تصلح ذكراك ….

‘যার মধ্যে ধর্ম তাকে ভুল থেকে ফেরায়, বুদ্ধি তাকে অন্যায় থেকে বিরত রাখে আর মর্যাদা তাকে উত্তম পথে চালিত করে—শুধু এমন মানুষকেই সঙ্গী বানাও। আর যদি এই তিন গুণ এক ব্যক্তির মধ্যে পাও, তবে তাকে আঁকড়ে ধরে রাখো। ধর্ম তোমার পরকালকে রক্ষা করে, বুদ্ধি দুনিয়া ঠিক করে, আর মর্যাদা তোমার স্মৃতিকে সুন্দর করে।’

প্রাচীন জ্ঞানীদের এই কথাগুলো শুধু সুন্দর নয়— অত্যন্ত বাস্তব, গভীর ও সময়োপযোগী। জীবনে এমন মানুষের সঙ্গই প্রকৃত পাথেয় হতে পারে। জ্ঞানীদের এ কথামালা ইসলামের আলোকে তুলে ধরা হলো—

১. ধর্ম মানুষকে ভুল থেকে ফেরায়

একজন ধার্মিক মানুষ ভুল করলে লজ্জা পায়, পাপ করলে ভয় পায়, অন্যায় দেখলে প্রতিবাদ করে। ধর্ম-বোধসম্পন্ন সঙ্গী আপনাকে অন্যায় পথে টেনে নেয় না—বরং সতর্ক করে, ভালো কাজে আহ্বান করে। কুরআনে আল্লাহর নির্দেশ এমন—

وَ اصۡبِرۡ نَفۡسَكَ مَعَ الَّذِیۡنَ یَدۡعُوۡنَ رَبَّهُمۡ بِالۡغَدٰوۃِ وَ الۡعَشِیِّ یُرِیۡدُوۡنَ وَجۡهَهٗ وَ لَا تَعۡدُ عَیۡنٰكَ عَنۡهُمۡ ۚ

‘আর তুমি নিজকে ধৈর্যশীল রাখ তাদের সঙ্গে, যারা সকাল-সন্ধ্যায় তাদের রবকে ডাকে, তার সন্তুষ্টির উদ্দেশে এবং দুনিয়ার জীবনের সৌন্দর্য কামনা করে তোমার দুচোখ যেন তাদের থেকে ঘুরে না যায়।’ (সুরা কাহাফ: আয়াত ২৮)

২. বুদ্ধি মানুষকে অন্যায় থেকে বিরত রাখে

একজন বিবেকবান মানুষ জানে—অন্যায়ের শেষে শান্তি নেই। তার বিচার-বিবেচনা তোমাকে ভুল সিদ্ধান্ত থেকে রক্ষা করবে, জীবনের কঠিন সময়েও স্থির থাকতে শেখাবে। হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন—

الرَّجُلُ عَلَى دِينِ خَلِيلِهِ فَلْيَنْظُرْ أَحَدُكُمْ مَنْ يُخَالِلُ

‘মানুষ তার বন্ধুর ধ্যান-ধারণার অনুসারী হয়ে থাকে। সুতরাং তোমাদের সকলেরই খেয়াল রাখা উচিত সে কার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করছে।’ (তিরমিজি ২৩৭৮)

অর্থাৎ মানুষ তার বন্ধুর ধর্মেরওউপর থাকে। তাই তোমরা কার সঙ্গে বন্ধুত্ব করছ ভালোভাবে দেখে নাও।

৩. মর্যাদা মানুষকে উত্তম পথে চালিত করে

মর্যাদাবোধ হলো— সৎ চরিত্র, দয়া, শিষ্টাচার, আন্তরিকতা ও মানুষকে সম্মান করার গুণের সমষ্টি। এমন ব্যক্তি শুধু নিজের জীবনকেই সুন্দর করে না, তার সঙ্গে থাকা মানুষদেরও ভালো মানুষ হতে সাহায্য করে। তাইতো  আল্লাহ কুরআনে ঘোষণা করেন—

وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى

‘তোমরা সৎকর্ম ও তাকওয়া অর্জনে একে অপরের সহযোগী হও।’ (সুরা মায়েদা: আয়াত ২)

স্মরণ রাখতে হবে, সঙ্গী নির্বাচন শুধু সামাজিক প্রয়োজন নয়—এটি আখেরাত, দুনিয়া ও স্মৃতির পথ গড়ে দেওয়ার সিদ্ধান্ত। ধর্ম যার নিয়ন্ত্রক, বুদ্ধি যার দিশারি, আর মর্যাদা যার অভ্যাস— এমন মানুষ তোমার জীবনে আশীর্বাদ হয়ে আসে। তারা তোমাকে উন্নত করে, তোমার চরিত্রকে শাণিত করে, তোমার জীবন ও পরকালকে সুন্দর করতে সাহায্য করে। সুতরাং, জীবনে এমন বন্ধুদেরই কাছে রাখা জরুরি— যারা তোমাকে আলোর দিকে নিয়ে যায়, অন্ধকারে নয়। কারণ সঙ্গ মানুষকে বদলায়—ভালো হলে সুন্দরের দিকে, খারাপ হলে ধ্বংসের দিকে নিয়ে যায়। আসুন— ভালো বন্ধুর সঙ্গে সম্পর্ক গড়ি। ধ্বংস নয়, কল্যাণময় পৃথিবী গড়ে তুলি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম