Logo
Logo
×

ইসলাম ও জীবন

যেসব দরুদ পাঠে জীবনে আশ্চর্য শান্তি নেমে আসে

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৩২ পিএম

যেসব দরুদ পাঠে জীবনে আশ্চর্য শান্তি নেমে আসে

ছবি: সংগৃহীত

বিশ্বের সব সৌন্দর্য, সব ভালোবাসা, সব আলো যদি এক স্রোতে মিলিত হতো— তাহলে সেই স্রোতের নাম হতো মুহাম্মদ (সা.)-এর প্রতি প্রেম। এই প্রেম কোনো সাধারণ প্রেম বা ভালোবাসা নয়; এটি আত্মাকে পবিত্র করে, হৃদয়কে আলোকিত করে, জীবনের উদ্দেশ্যকে শুদ্ধ করে। আর এই ভালোবাসা প্রকাশের সবচেয়ে সহজ, সবচেয়ে পবিত্র, সবচেয়ে মহিমান্বিত উপায় হলো— দরুদ শরিফ পাঠ করা।

একজন মুমিন যখন গভীর আন্তরিকতা নিয়ে নবিজীর (সা.) ওপর দরুদ পাঠ করেন, তখন তার হৃদয়ের দরজায় প্রশান্তির আলো নেমে আসে। দরুদ এমন এক জিকির যা শুধু ঠোঁটে উচ্চারিত হয় না— এটি হৃদয়ে শিহরণ তোলে, ইমানকে নবায়ন করে, জীবনে বরকত নিয়ে আসে। দুনিয়ার সব ব্যস্ততা, দুঃখ ও চাপের মাঝে দরুদ হলো শান্তির আশ্রয়; ভালোবাসার ভাষা; নবিজীর (সা.) প্রতি আনুগত্যের ঘোষণা। তাই প্রতিটি মুমিনের উচিত নিয়মিত হৃদয় থেকে নবিজীর (সা.) প্রতি দরুদ পড়া। নবী প্রেমিকদের জন্য ছোট ছোট ১০টি দরুদ তুলে ধরা হলো—

১. اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ

উচ্চারণ: ‘আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ।’

অর্থ: ‘হে আল্লাহ! মুহাম্মদের (সা.) ওপর রহমত বর্ষণ করুন।’

২. صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

উচ্চারণ: ‘সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।’

অর্থ: ‘আল্লাহ তার ওপর রহমত ও শান্তি বর্ষণ করুন।’

৩. اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ وَّعَلٰى اٰلِ مُحَمَّدٍ

উচ্চারণ: ‘আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ।’

অর্থ: ‘হে আল্লাহ! মুহাম্মদ ও তার পরিবারের ওপর রহমত বর্ষণ করুন।’

৪. صَلَّى اللهُ عَلَيْهِ وَاٰلِهٖ وَسَلَّمَ

উচ্চারণ: ‘সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লাম।’

অর্থ: ‘আল্লাহ তার ও তার পরিবারের ওপর রহমত ও শান্তি বর্ষণ করুন।’

৫. اَللّٰهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلٰى نَبِيِّنَا مُحَمَّدٍ

উচ্চারণ: ‘আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ।’

অর্থ: ‘হে আল্লাহ! আমাদের নবী মুহাম্মদের (সা.) ওপর রহমত ও শান্তি বর্ষণ করুন।’

৬. صَلَّى اللهُ عَلٰى مُحَمَّدٍ وَّسَلَّمَ

উচ্চারণ: ‘সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিউ ওয়া সাল্লাম।’

অর্থ: ‘আল্লাহ মুহাম্মদের (সা.) ওপর রহমত ও শান্তি বর্ষণ করুন।’

৭. عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ

উচ্চারণ: ‘আলাইহিস্ সালাতু ওয়াস্ সালাম।’

অর্থ: ‘তার ওপর রহমত ও শান্তি বর্ষিত হোক।’

৮. اَللّٰهُمَّ صَلِّ عَلَيْهِ

উচ্চারণ: ‘আল্লাহুম্মা সাল্লি আলাইহি।’

অর্থ: ‘হে আল্লাহ! তার ওপর রহমত বর্ষণ করুন।’

৯. صَلَوَاتُ اللهِ عَلَيْهِ

উচ্চারণ: ‘সালাওয়াতুল্লাহি আলাইহি।’

অর্থ: ‘আল্লাহর রহমত তার ওপর বর্ষিত হোক।’

১০. اَللّٰهُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلَيْهِ

উচ্চারণ: ‘আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি।’

অর্থ: ‘হে আল্লাহ! তার ওপর রহমত, শান্তি ও বরকত বর্ষণ করুন।’

নবিজীর (সা.) প্রতি দরুদ পাঠ কোনো রুটিন নয় বরং এটি মুমিনের হৃদয়ের স্পন্দন। এটি সেই কণ্ঠ ধ্বনি, যা নবিজীকে (সা.) জানায়— ‘ইয়া রাসুলুল্লাহ, আপনি আমাদের হৃদয়ে আছেন, আপনি আমাদের ভালোবাসার কেন্দ্র, আপনি আমাদের ইমানের আলো।’ যে হৃদয় দরুদে ভিজে থাকে, সেখানে অহংকার প্রবেশ করতে পারে না। যে জিহ্বা দরুদে ভরে থাকে, তা গিবত-শেকায়েত থেকে দূরে থাকে। যে আত্মা দরুদ পাঠ করে, তার জীবনে আশ্চর্য শান্তি নেমে আসে— এটি আল্লাহর প্রতিশ্রুত রহমত।

অতএব, আমাদের জীবনের প্রতিটি সকাল, প্রতিটি সন্ধ্যা, প্রতিটি দুঃখের মুহূর্ত, প্রতিটি আনন্দের সময়ে দরুদ হোক নিঃশ্বাসের মতো স্বাভাবিক। নবিজীর (সা.) ভালোবাসা হোক আমাদের জীবনের অলংকার, আর দরুদ হোক সেই ভালোবাসার চিরন্তন সেতুবন্ধন। তাই আসুন দরুদ পড়ি—

اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ

‘হে আল্লাহ! দরুদ ও শান্তি আপনার প্রিয় নবীর (সা.) ওপর বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম