ব্যাংক লোন নিয়ে বাড়ি করা কি জায়েজ?
ইসলাম ও জীবন ডেস্ক
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:৩৯ পিএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
আর্থিক লেনদেনের বিষয়ে ইসলামের নির্দেশনা সুস্পষ্ট। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। তাই ইসলামি শরিয়তের দৃষ্টিতে ব্যাংক থেকে সুদের শর্তে লোন নিয়ে বাড়ি করা হলে তা কোনোভাবেই জায়েজ নয়। কারণ সুদকে স্পষ্টভাবে হারাম (নিষিদ্ধ) ঘোষণা করা হয়েছে। তবে বাড়ি করার একান্ত প্রয়োজনে ইসলামি ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে হালাল পদ্ধতিতে (যেমন— মুরাবাহা, ইজারা) লোন নেওয়া যায়, তাহলে সেটি জায়েজ হতে পারে, কারণ সেখানে সুদ নয়, বরং লাভ বা ভাড়ার বিষয় থাকে। সুদমুক্ত বিকল্প খুঁজুন অথবা ইসলামি ব্যাংকিং থেকে লোন নিন, কারণ সুদের সঙ্গে জড়িত সবকিছুই ইসলামে হারাম।
সুদের লেনদেন সম্পর্কে মহান আল্লাহ তাআলার ঘোষণা—
یٰۤاَیُّهَا الَّذِیۡنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَ ذَرُوۡا مَا بَقِیَ مِنَ الرِّبٰۤوا اِنۡ كُنۡتُمۡ مُّؤۡمِنِیۡنَ فَاِنۡ لَّمۡ تَفۡعَلُوۡا فَاۡذَنُوۡا بِحَرۡبٍ مِّنَ اللّٰهِ وَ رَسُوۡلِهٖ
‘হে মুমিনরা! তোমরা আল্লাহকে ভয় কর এবং সুদের যা বকেয়া আছে তা ছেড়ে দাও যদি তোমরা মুমিন হও। কিন্তু যদি তোমরা তা না কর, তাহলে আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নাও...।’ (সুরা বাকারা: আয়াত ২৭৮-২৭৯)
সরকারি লোন যদি সুদভিত্তিক হয়, তাহলে তা ইসলামের দৃষ্টিতে গ্রহণ করা জায়েজ নেই। কারণ সুদকে ইসলামে স্পষ্টভাবে হারাম ঘোষণা করা হয়েছে এবং এটি অত্যন্ত বড় গুনাহের অন্তর্ভুক্ত। রসুলুল্লাহ (সা.) সুদ সম্পর্কে অত্যন্ত কঠোর সতর্কবার্তা প্রদান করেছেন—
১. হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেন—
الرِّبَا سَبْعُونَ حُوبًا أَيْسَرُهَا أَنْ يَنْكِحَ الرَّجُلُ أُمَّهُ
‘সুদের গুনাহর সত্তরটি স্তর রয়েছে। তার মধ্যে সবচেয়ে ক্ষুদ্র স্তর হলো আপন মাকে বিবাহ (জেনা) করা।’ (ইবনে মাজাহ ২২৭৪)
২. হজরত ইবনু মাসউদ (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন—
لَعَنَ اللَّهُ آكِلَ الرِّبَا وَمُوكِلَهُ وَكَاتِبَهُ وَشَاهِدَيْهِ
‘সুদ গ্রহণকারী, প্রদানকারী, লেখক এবং সাক্ষী—সবার ওপর আল্লাহর অভিশাপ।’ (মুসলিম ৩৯৪৮)
সুদ একটি মহাপাপ: হাদিস অনুযায়ী, যে ঋণ কোনো উপকার টানে, সেটাই সুদ, যা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ এবং এর পাপ অনেক বড়।
সম্পদ হারাম: সুদমুক্ত সম্পদ হালাল, কিন্তু সুদের সাথে জড়িত সম্পদ বা লোন নেওয়া হারাম।
বিকল্প বা সমাধান—
ইসলামি ব্যাংকিং: ইসলামি ব্যাংকগুলো সুদমুক্ত পদ্ধতিতে (যেমন- মুরাবাহা, ইজারা) বাড়ি কেনা বা নির্মাণের জন্য অর্থায়ন করে, যা শরিয়ত সম্মত।
জরুরি প্রয়োজন: যদি কোনোভাবেই সুদমুক্ত ব্যবস্থা না পাওয়া যায়, তবে জরুরি অবস্থায় হালাল উৎস থেকে লোন নিয়ে হালাল কাজে ব্যবহার করলে, সেই আয় হালাল হতে পারে, তবে সুদের বিষয়টিকে এড়িয়ে চলাই উত্তম।
বাড়ি নির্মাণ একটি প্রয়োজন হলেও, তা হারাম উপায়ে করা যাবে না। সুদভিত্তিক লোন নিয়ে বাড়ি করলে সেই বাড়িতে থাকা এবং এর আয় নিয়ে আলেমদের মধ্যে মতভেদ থাকলেও, মূল বিষয়টি হলো, আপনি যে অর্থ দিয়ে বাড়ি বানাচ্ছেন, তা হালাল হওয়া আবশ্যক।

