Logo
Logo
×

ইসলাম ও জীবন

যে শিশু সত্য কথা বলে, সে ভালো মানুষ হয়ে ওঠে

মুহাম্মদ ছাইফুল্লাহ

মুহাম্মদ ছাইফুল্লাহ

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:১২ পিএম

যে শিশু সত্য কথা বলে, সে ভালো মানুষ হয়ে ওঠে

ছবি: সংগৃহীত

এক দেশে ছিল অনেক আলো—তার নাম সত্যের দেশ। আরেক দেশে ছিল অন্ধকার—তার নাম মিথ্যার দেশ। সত্যের দেশে থাকত সাহসী শিশুরা। তারা সবসময় সত্য বলে, তাই তাদের মুখে থাকে হাসি আর হৃদয়ে থাকে শান্তি। তুমি কি সেই সাহসী শিশুদের দলে যোগ দিতে চাও? তাহলে আজ আমরা শিখব— কেন সত্যের পথ সহজ আর সবচেয়ে সুন্দর!

ছোট্ট ইউসুফ আর সত্যের আলো

একদিন ছোট্ট ইউসুফ খেলতে খেলতে ভুল করে ঘরের একটি গ্লাস ভেঙে ফেলল। গ্লাস ভাঙার শব্দে মা দৌড়ে এলেন। মা বললেন— ‘ইউসুফ, গ্লাসটা কে ভাঙল?’ ইউসুফ একটু ভয় পেয়ে গেল… সে তাৎক্ষণিক ভাবল—‘মিথ্যা বললে হয়তো বকা খেতে হবে না… কিন্তু মনটা খারাপ থাকবে।’

তারপর তার মনে পড়ল— উস্তাদজি বলেছিলেন, সত্য বললে আল্লাহ খুশি হন।

ইউসুফ মাথা নিচু করে বলল— ‘মা, আমি-ই ভেঙেছি… ভুল করে।’

মা ছোট্ট ইউসুফকে জড়িয়ে ধরলেন— ‘বাবা, ভুল করেছ— এটা সমস্যা না। কিন্তু তুমি যে সত্য বলেছ— এটাই তোমার সাহস। আমি তোমার জন্য গর্বিত বাবা।’

ইউসুফের মন আনন্দে ভরে গেল। সে বুঝল—

> সত্য বলা সবসময়ই শান্তির

> আর মিথ্যা মনে কাঁটা বিঁধানোর মতো

সেদিন থেকেই ইউসুফ সিদ্ধান্ত নিল— ‘আমি সবসময় সত্য বলব। কারণ, সত্যের পথই আলোর পথ।’


শিশুবান্ধব ইসলামি শিক্ষা—

ছোট্ট বন্ধুরা, এ কারণেই মহান আল্লাহ সত্যবাদীদের সঙ্গে থাকার নির্দেশনা দিয়েছেন কুরআনে। আল্লাহ তাআলা বলেছেন—

وَكُونُوا مَعَ الصَّادِقِينَ

‘সত্যবাদীদের সঙ্গে থাক।’ (সুরা তাওবা: আয়াত ১১৯)

এর মানে, ছোটবেলা থেকেই শিশুরা—

> সত্য বলবে

> সত্যবাদী বন্ধু বানাবে

> কখনও মিথ্যার দলে যাবে না

কেননা, সত্য মানুষকে জান্নাতে নিয়ে যায়। আমাদের প্রিয় নবীজি (সা.) বলেছেন—

الصِّدْقُ يَهْدِي إِلَى الْبِرِّ، وَالْبِرُّ يَهْدِي إِلَى الْجَنَّةِ

‘সত্য ভালো কাজের দিকে নিয়ে যায় এবং ভালো কাজ তোমাকে জান্নাতে পৌঁছে দেয়।’ (তিরমিজি ১৯৭৭)

যে শিশু সত্য কথা বলে, সে ধীরে ধীরে খুব ভালো মানুষ হয়ে ওঠে। আর আল্লাহ তাকে জান্নাত উপহার দেন।

সত্য-মিথ্যার সুফল ও কুফল 

সত্য:

> মন হালকা থাকে

> বাবা-মা খুশি হন

> মানুষ বিশ্বাস করে

> আল্লাহ ভালোবাসেন

মিথ্যা:

> ভয় ভয় লাগে

> আরও মিথ্যা বলতে হয়

> বিশ্বাস নষ্ট হয়

> হৃদয়ে অন্ধকার জমে

হে প্রিয় বৎস! তাহলে তুমি কোনটা বেছে নেবে? অবশ্যই— সত্যের পথটাই!

প্রিয় ছোট্ট বাবা–মামণিরা, মনে রেখো—

সত্য এমন এক আলো, যা তোমার হৃদয়কে উজ্জ্বল করে। যেখানে সত্য আছে, সেখানে শান্তি আছে। যে শিশু সত্যবান্ধব, সে আল্লাহর প্রিয়। তাই— সবসময় সত্য বলবে, ভুল করলে কোনো কিছু লুকাবে না— সত্যি করে বলবে এবং সত্যবাদী বন্ধু বেছে নেবে। আর মনে রাখবে—

‘সত্যের পথ সবসময় সঠিক ও সুন্দর জীবনের দিকে নিয়ে যায়।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম