Logo
Logo
×

ইসলাম ও জীবন

অতীত ফিরে আসে না, আজ থেকেই আমল শুরু করি

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:২৯ পিএম

অতীত ফিরে আসে না, আজ থেকেই আমল শুরু করি

ছবি: সংগৃহীত

মানুষের জীবন বড়ই বিস্ময়কর। আমরা অনেক সময় অতীতের ভুল, হারানো সুযোগ আর দুঃখকে আঁকড়ে ধরে রাখি। অথচ জীবন থেমে থাকে না। সময়ের স্রোত কাউকে অপেক্ষা করে না। অতীত আর ফিরে আসে না—কিন্তু আজকের দিন আমাদের হাতে। আজকে যদি আমরা আল্লাহকে খুশি করার ইচ্ছে নিয়ে শুরু করি, তাহলে আগামীর পথ সুন্দর হয়ে উঠবে।

ইসলাম আমাদের শিখিয়েছে—মানুষের প্রকৃত শক্তি আজকের আমলেই। গতকাল চলে গেছে, আর কাল কে জানে আদৌ আসবে কি না! তাই আজকের দিনটাই আমাদের জন্য সবচেয়ে মূল্যবান আমানত।

আসুন কুরআনের আলোয় আলোকিত হই— অতীত কিংবা ভবিষ্যৎ নয়, বর্তমানকেই কাজে লাগাতে হবে। আর আল্লাহর ক্ষমার দিকে দ্রুত এগিয়ে চলতে হবে। এ নির্দেশও মহান আল্লাহর—

وَسَارِعُوا إِلَىٰ مَغْفِرَةٍ مِّن رَّبِّكُمْ

‘তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে দ্রুত এগিয়ে চল।’ (সুরা আল-ইমরান: আয়াত ১৩৩)

এই আয়াতে আমাদের তাগিদ দেওয়া হয়েছে— সময়কে মূল্য দেওয়া, দেরি না করা, আজকেই সৎকর্মে এগিয়ে যাওয়া।

অন্য আয়াতে বলা হয়েছে—

وَالْعَصْرِ إِنَّ الْإِنسَانَ لَفِي خُسْرٍ

‘কসম সময়ের, মানুষ তো নিঃসন্দেহে ক্ষতির মধ্যে রয়েছে।’ (সুরা আল-আসর: আয়াত ১-২)

সময় নষ্ট করা মানেই জীবনের ক্ষতি করা। তাই ইসলামের দৃষ্টিতে সময়ের সঠিক ব্যবহার ইবাদতেরই অংশ।


রাসুলুল্লাহ (সা.) বলেছেন—

اغْتَنِمْ خَمْسًا قَبْلَ خَمْسٍ

‘পাঁচটি জিনিস আসার পূর্বে পাঁচটি কাজ করাকে বিরাট সম্পদ মনে কর।’ এর মধ্যে একটি হলো—

وَحَيَاتَكَ قَبْلَ مَوْتِكَ

‘মৃত্যুর আগে তোমার জীবনকে।’ (মুসতাদরাকে হাকেম ৭৮৪৬, তিরমিজি, মিশকাত ৫১৭৪)

আরেকটি হাদিসে এসেছে—

الكَيِّسُ مَن دَانَ نَفْسَهُ، وَعَمِلَ لِمَا بَعْدَ المَوْتِ

‘বুদ্ধিমান সেই ব্যক্তি, যে নিজের নফসের হিসাব নেয় এবং মৃত্যুর পরে যা কাজে লাগবে তার জন্য আমল করে।’ (তিরমিজি ২৪৫৯, মিশকাত ৫২৮৯)

এই হাদিসগুলো থেকে বিষয়টি সুস্পষ্ট যে—মুসলমান সেই, যে আজকের সময়কে সঠিক কাজে ব্যবহার করে।

অতীতের ভুল আমাদের শিক্ষা দেয় কিন্তু এগিয়ে যেতে বাধা নয়। আল্লাহ আজ আমাদের নতুন করে বাঁচার সুযোগ দিয়েছেন। তাই মন থেকে হতাশা ঝেড়ে ফেলে দিতে হবে। আল্লাহর দিকে ফিরে যেতে হবে, ভালো কাজে নিজেকে নিয়োজিত করতে হবে। আজকের দিনকে সুন্দর করে তুললেই আগামীকাল ইনশাআল্লাহ আরও উজ্জ্বল হবে। তাই আজই শুরু হোক নতুন পথচলা— ইমানের আলোয়, সুন্দর জীবনের পথে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম