Logo
Logo
×

ইসলাম ও জীবন

যে গুণে আসবে আল্লাহর সাহায্য

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:২৪ পিএম

যে গুণে আসবে আল্লাহর সাহায্য

ছবি: সংগৃহীত

মানুষের জীবনে সাফল্য কখনোই উচ্চকণ্ঠ মানুষের কাছে ছুটে আসে না, বরং সে ধীরে ধীরে এগিয়ে যায় সেই সব মানুষের দিকে— যারা কম কথা বলে, কিন্তু গভীর মনোযোগে নিজেদের কাজ করে যায়। যাদের ভেতরটা কল্যাণে পূর্ণ, চোখে লক্ষ্য স্থির, আর হৃদয়ে থাকে বিনয়— তাদের নীরবতা হয়ে ওঠে শক্তি, আর নিষ্কলুষ আমল হয়ে ওঠে সাফল্যের চাবিকাঠি।

ইসলাম আমাদের শেখায়—কথা কম বলা, কাজ বেশি করা, নিজের আমলকে রক্ষা করা এবং দেখানোর মনোভাব থেকে বাঁচা। কারণ মানুষ যত বেশি চুপ থাকে, তার অন্তর তত বেশি জাগ্রত থাকে; আর যে যত বেশি কাজ করে, আল্লাহ তত বেশি তার পথ সহজ করে দেন।

নীরবতা মুমিনের গুণ

নীরবতা দুর্বলতা নয়; বরং এটি মনের দৃঢ়তা, ইমানের শুদ্ধতা এবং চরিত্রের পরিপক্বতার প্রকাশ। রাসুলুল্লাহ (সা.) বলেছেন—

مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلْيَقُلْ خَيْرًا أَوْ لِيَصْمُتْ

‘যে ব্যক্তি আল্লাহ ও পরকালকে বিশ্বাস করে, সে ভালো কথা বলুক, না হলে নীরব থাকুক।’ (বুখারি ৬৪৭৫)

সাফল্য নীরব মানুষের সঙ্গী

সফলতা নীরব মানুষের সঙ্গী। কথা নয়, কাজই মানুষের ভাগ্যকে আলোকিত করে। যারা কর্মে মনোযোগী, আল্লাহ তাদের জন্য পথগুলো সহজ করে দেন।

 নবী (সা.) বলেছেন—

اعْمَلُوا فَكُلٌّ مُيَسَّرٌ لِمَا خُلِقَ لَهُ

‘তোমরা আমল করতে থাক। কারণ, যাকে যে আমলের জন্য সৃষ্টি করা হয়েছে, তার জন্য সে আমলকে সহজ করে দেওয়া হবে।’ (বুখারি ৪৯৪৯)


নীরব আমলই আল্লাহর কাছে সবচেয়ে গ্রহণযোগ্য

নীরব আমলই আল্লাহর কাছে সবচেয়ে ভালো কাজ—মানুষ দেখুক বা না দেখুক— আল্লাহ দেখেন, মূল্যায়ন করেন। মানুষের বাহবা নয়, আল্লাহর সন্তুষ্টিই আসল সাফল্য।

আল্লাহ তাআলা বলেন—

فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ

‘যে অণু-পরিমাণ ভালো কাজ করবে, সে তা দেখবে।’ (সুরা যিলযাল: আয়াত ৭)

কম কথায় বরকত বেশি

যে জিহ্বা সংযত রাখে, তার হৃদয় আলোর পথে অগ্রসর হয়। নীরবতা মুমিনকে শুদ্ধ করে এবং তার কাজে বরকত আনে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন—

طُوبَى لِمَنْ أَمْسَكَ الْفَضْلَ مِنْ لِسَانِهِ

‘মুক্তি সেই ব্যক্তির জন্য, যে তার জিহ্বাকে অপ্রয়োজনীয় কথা থেকে সংযত রাখে।’ (মুসান্নাফে ইবনে আবি শাইবা ২৫৩৮৬)

মনে রাখতে হবে, সাফল্য কখনো চিৎকার করে দাবি করা যায় না; এটি নীরবে আসে, ধীর পায়ে এগিয়ে আসে— সেই মানুষের জীবনে, যার জিহ্বা সংযত, হৃদয় বিনয়ী, আর কাজ হয় আল্লাহর সন্তুষ্টির জন্য। কথার ঝড় নয়— নীরব আমলই মুমিনকে মর্যাদার শিখরে পৌঁছে দেয়। কম কথা, বেশি আমল— এটাই সাফল্যের সবচেয়ে উজ্জ্বল পথ। আর যে নীরবতায় নিজেকে গড়ে তোলে— আল্লাহ সেই নীরবতার ভেতরে তার জন্য এমন আশীর্বাদ লুকিয়ে রাখেন, যা ভাষায় প্রকাশ করা যায় না।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম