Logo
Logo
×

ইসলাম ও জীবন

নারীরা জানাজায় অংশ নিতে পারবে কি?

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৪২ পিএম

নারীরা জানাজায় অংশ নিতে পারবে কি?

প্রতীকী ছবি

জানাজা নামাজ মৃত মুসলমানের প্রতি সম্মান প্রদর্শন ও তার জন্য দোয়ার একটি গুরুত্বপূর্ণ ইবাদত। তবে সমাজে একটি প্রশ্ন প্রায়ই ওঠে— নারীরা কি জানাজা নামাজ আদায় করতে পারবে? এ বিষয়ে কুরআন ও  হাদিসের আলোকে সুস্পষ্ট দিকনির্দেশনা রয়েছে। নারীদের জানাজা নামাজ পড়ার শরঈ হুকুম—

১. কুরআনের দৃষ্টিতে

কুরআনে জানাজা নামাজ সম্পর্কে সরাসরি নারী-পুরুষের পৃথক বিধান উল্লেখ না থাকলেও, সালাত ও দোয়ার ক্ষেত্রে নারী-পুরুষ উভয়ের সাধারণ অন্তর্ভুক্তির প্রমাণ রয়েছে। আল্লাহ তাআলা বলেন—

وَٱلَّذِينَ جَآءُو مِنۢ بَعۡدِهِمۡ يَقُولُونَ رَبَّنَا ٱغۡفِرۡ لَنَا وَلِإِخۡوَٰنِنَا ٱلَّذِينَ سَبَقُونَا بِٱلۡإِيمَٰنِ

‘আর যারা তাদের পরে এসেছে, তারা বলে—হে আমাদের রব! আমাদেরকে ও আমাদের ঈমানদার পূর্বসূরিদের ক্ষমা করুন।’ (সুরা আল-হাশর: আয়াত ১০)

এই আয়াতে মৃত মুমিনদের জন্য দোয়া করার বিষয়টি সাধারণভাবে এসেছে, যেখানে নারী-পুরুষ উভয়ই অন্তর্ভুক্ত।

২. হাদিসের দৃষ্টিতে

> নারীদের জানাজা নামাজে নিষেধ নেই

ইমাম বুখারি (রহ.) তার সহিহ গ্রন্থে একটি অধ্যায় শিরোনামই করেছেন—

بَابُ صَلَاةِ النِّسَاءِ عَلَى الْجَنَائِزِ

‘নারীদের জানাজা নামাজ আদায়ের অধ্যায়’ (বুখারি)

এটি প্রমাণ করে যে, নারীদের জানাজা নামাজ আদায় বৈধ।

৩. সাহাবি নারীদের আমল

হাদিসে এসেছে—

أَنَّ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أُمِرَتْ أَنْ يُمَرَّ بِسَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ فِي الْمَسْجِدِ فَتُصَلِّيَ عَلَيْهِ

‘আয়েশা (রা.) নির্দেশ দিয়েছিলেন, সাদ ইবন আবি ওয়াক্কাসের (রা.) জানাজা মসজিদে আনা হোক, যাতে তিনি তার জানাজা নামাজ আদায় করতে পারেন।’ 

— (সহিহ মুসলিম ২১৪২)

এটি একটি স্পষ্ট দলিল যে নারী সাহাবিরা জানাজা নামাজ আদায় করতেন।

৪. যে বিষয়ে সতর্কতা রয়েছে

নারীদের কবরস্থানে যাওয়ার বিষয়ে রাসুলুল্লাহ (সা.) সতর্ক করেছেন—

لَعَنَ اللَّهُ زَائِرَاتِ الْقُبُورِ

‘আল্লাহ কবর জিয়ারতকারী নারীদের ওপর অভিসম্পাত করেছেন।’ (তিরমিজি ১০৫৬)

তবে অধিকাংশ আলেম বলেন, জানাজা নামাজ পড়া এক বিষয়, আর কবরস্থানে যাওয়া ভিন্ন বিষয়। তাই জানাজা নামাজ মসজিদ বা বাড়িতে হলে নারীরা তা আদায় করতে পারবে।

এ সম্পর্কে ইসলামিক স্কলাররা তাদের মতামত ব্যক্ত করেছেন—

> হানাফি, শাফেয়ি, হাম্বলি মাযহাব: নারীদের জানাজা নামাজ পড়া জায়েজ। তবে ফিতনার আশঙ্কা, উচ্চস্বরে কান্না বা পর্দা লঙ্ঘনের সম্ভাবনা থাকলে নিরুৎসাহিত করা হয়েছে।

কুরআন ও হাদিসের আলোকে স্পষ্টভাবে প্রমাণিত যে, নারীদের জানাজা নামাজ আদায় করা শরঈভাবে বৈধ। তবে ইসলাম শালীনতা, পর্দা ও পরিবেশগত সতর্কতার ওপর গুরুত্ব দিয়েছে। তাই ইসলামের সীমারেখা রক্ষা করে নারীরা জানাজা নামাজে অংশ নিতে পারবে— এটাই আহলে সুন্নাহ ওয়াল জামাতের গ্রহণযোগ্য অভিমত।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম